Durga Puja 2019: দুর্গাপুজোর অষ্টমীর দিনের তাৎপর্য জানা আছে? না জানলে, অষ্টমীর সকালেই জেনে নিন এক ক্লিকে
ফাইল ছবি

দুর্গা পুজোর (Durga Puja) আসল সময় বসন্তকাল (Spring)। সেই পুজোকে বলা হয় বাসন্তী পুজো (Basanti Puja)। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র (Ramchandra) সীতাদেবীকে (Sita) উদ্ধারের জন্য অকালে দেবীকে (Devi)আরাধনা করেছিলেন। যার কারণেই সেই আরাধনা অকালবোধন (Akal Bodhan) নামে পরিচিত। আর এই পরিসরটাই বাঙালির ক্যালেন্ডারে (Bengali calander) বছরের সেরা উৎসব (Main Festival)- দুর্গাপুজো। শ্রীরামচন্দ্র অসময়ে দেবীকে পুজো করেছিলেন বলে শরতের এই পুজোকে বলা হয় অকালবোধন। এবছরের পুজো শুরু হয়ে গিয়েছে। আজ অষ্টমী। জানেন কি এই দিনটির তাৎপর্য (Significance)? যদি জানা না থাকে, তাহলে অষ্টমীর সকালে এক ক্লিকেই জেনে নিন দুর্গাপুজোর অষ্টমীর তাৎপর্য-

শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর (Shree Samireswar Brahmachari) কথায়, এই দিন দেবী দুর্গার (Maa Durga) সঙ্গে মহিষাসুরের (Mahisasur) ভীষণ সংগ্রাম আরম্ভ হল। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করতে লাগলেন। দেবী মধু (Honey) পান করতে করতে বললেন- গর্জে গর্জে ক্ষণংমুরু মধুভায়াপিবাম্যহম......ময়তৈবহততৈব গরজ্জিন্তাষু দেবতা। এরপরেই দেবী মহিষাসুরকে ত্রিশূল (Trishul) দিয়ে বধ করলেন। আর এই ক্ষণটিকেই বলা হয় সন্ধিক্ষণ (Sandhikkhan)। আরও পড়ুন- Durga Puja 2019: সপ্তমীর তাৎপর্য জানেন তো? না জানলে সপ্তমীর সকালেই জেনে নিন এক ক্লিকে

আজ আপনাদের জন্য ছিল দুর্গাপুজোর অষ্টমী তাৎপর্য। আগামীকাল নবমী (Navami)। লেটেস্টলি বাংলায় (LatestLY) পড়বেন এই দিনটির তাৎপর্যও। চোখ থাকুক লেটেস্টলি বাংলায়।