আলোর উৎসব দীপাবলিতে (Diwali 2024) নিজের কাছের মানুষ, বন্ধুদের কী উপহার দেবেন! এমন ভাবনায় অনেকেই পাগল হয়ে যান। দীপাবলি শুধু উৎসব নয়, প্রত্যেকের জীবন থেকে অন্ধকার দূর করার সময়। মনের আলোয় উদ্ভাসিত হয়ে দীপাবলি পালন করুন কাছের মানুষের সঙ্গে। এই দীপালিতে মানুষের মনের অন্ধকার যেমন দূর প্রচেষ্টা করা হয়, তেমনি পাশের মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ারও সময়। তাই এই দীপাবলিতে কাছের মানুষকে কী উপহার দবেন, তা দেখে নিন।
এই দীপাবলিতে কচ্ছপের প্রতীক কাউকে উপহার দিতে পারেন। ঘরের উত্তর-পূর্ব কোণায় এই কচ্ছপের প্রতীক রাখলে জীবনে সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
দিপাবলিতে কাছের মানুষকে শ্রী যন্ত্র উপহার দিতে পারেন। তামা, খ্রিস্টাল এবং কাঠ দিয়ে তৈরি শ্রী যন্ত্র আপনার জীবনে সুখ, সমৃদ্ধি বৃদ্ধি করবে।
লাকি বাম্বু প্লান্টও কাছের মানুষকে উপহার দিতে পারেন। শান্তি, সুখ, সমৃদ্ধি বৃদ্ধি করতে এই লাকি বাম্বু প্লান্টের বিকল্প কিছু হয় না বলেই মনে করেন অনেকে।
খ্রিস্টালের তৈরি পদ্মও উপহার দিতে পারেন। মনে করা হয়, খ্রিস্টালের তৈরি এই পদ্ম ঘর, বাড়ি থেকে নেগেটিভ এনার্জি তাড়িয়ে দেয়।
ঘর সাজানোর ওয়াইন্ড চাইমসও উপহার দিতে পারেন। পজিটিভ এনার্জি ঘরে ডেকে আনতে ওয়াইন্ড চাইমস অপরিহার্য বলে মনে করা হয়।
গণেশের মূর্তিও উপহারের তালিকায় রাখতে পারেন। ধন সম্পত্তি, সৌভাগ্য বয়ে আনবে এই গণপতি মূর্তি।