CM inaugurate Christmas Celebration Photo Credit: Twitter@ANI

বছরের শেষে ফের উৎসবে মজে বাঙালি। পার্ক স্ট্রিটে আলোর রোশনাই আর সান্টার আনাগোনা জানান দিচ্ছে বড়দিন আসছে। পার্ক স্ট্রিটে ২৫শে ডিসেম্বরের আগেই শুরু হল উৎসব।বুধবার (২১ ডিসেম্বর) মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতেই শুরু হল এই বছরের বড়দিনের উৎসব। এদিন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান থেকে তিনি বার্তা দেন- ঐক্যই সবার শক্তি, বিভেদ বিপদজনক। এদিন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক শেষ করেই অ্যালেন পার্কে আসেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকেই তিনি বড়দিনের আলো জ্বালান।

 এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং মেয়র ফিরহাদ হাকিম। খুদেদের হাত ধরে সুসজ্জিত অ্যালেন পার্ক ঘুরে দেখেন মমতা। তারপরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।বড়দিনের জন্য এবারও আলোর সাজে সেজে উঠেছে পার্ক স্ট্রিট চত্বর। সাজানো হয় বো-ব্যারাকও। তবে এবার ক্রিসমাসের সাজে সেজে উঠছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, চন্দননগর এবং বারুইপুর। এদিনের অনুষ্ঠান মঞ্চে নিজেই সেই কথা জানান মুখ্যমন্ত্রী।