Chandra Grahan (Photo Credit: Latestly)

Chandra Grahan 2025: আগামী ৭ সেপ্টেম্বর সেই দিন, যখন চন্দ্র, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় হাজির হবে। পৃথিবীর ছায়া ওই সময় চাঁদের উপর পড়ায়, সূর্যের আলো পৌঁছবে না। ফলে চন্দ্র গ্রহণ (Lunar Eclipse) শুরু হবে। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়তে শুরু করায়, ধরিত্রী থেকে বেশ কিছুক্ষণের জন্য উধাও হয়ে যাবে চাঁদ। অর্থাৎ আকাশে চাঁদের স্নিগ্ধ আলো দেখা যাবে না। এই ঘটনাকেই বলা হয় চন্দ্রগ্রহণ।

এ বছর ৭ সেপ্টেম্বর পড়েছে চন্দ্র গ্রহণ। অত্যন্ত শক্তিশালী এই ৭ সেপ্টেম্বরের গ্রহণ। তবে ৭ সেপ্টেম্বর গ্রহণ শুরুর প্রায় ৯ ঘণ্টা আগে থেকে তার প্রভাব পড়তে শুরু করে পৃথিবীতে। ফলে মনুষ্যকূলের উপরও এই চন্দ্র গ্রহণের বেশ প্রভাব পড়ে। তাই চন্দ্র গ্রহণের সঙ্গে জলের যে সরাসরি যোগাযোগ রয়েছে, তাই এই দিনে সতর্ক থাকতে হয় বলে বড়রা পরামর্শ দেন। হিন্দু শাস্ত্রেও গ্রহণের তাৎপর্য অত্যন্ত বেশি। তাই চন্দ্র গ্রহণে বেশ কিছু বিধি নিষেধ থেকেই যায়।

চন্দ্র গ্রহণের সময় কোন কোন কাজ করা যায় না 

গ্রহণের সময় রান্না করতে নেই বা রান্না করে রাখা খাবার খেতে নেই। ঘরে যদি রান্না করা কোনও খাবার থাকে, তাহলে গ্রহণের আগে তা খেয়ে নিতে হয় বলে জানা যায়।

অন্তঃসত্ত্বা মহিলাদের উপর এই গ্রহণের প্রভাব অনেকটাই বেশি। গ্রহণ চলাকালীন অন্তঃসত্ত্বা মহিলাদের বাড়ির বাইরে বেরনো উচিত নয়। চাঁদের খোঁজে আকাশের দিকে তাকানো উচিত নয় বলে জানানো হয়।

গ্রহণের সময় পুজোআচ্চা করতে নেই।

যে কোনও ধরনের শুভ কাজ গ্রহণের সময় বন্ধ রাখা উচিত বলে জানা যায়।

সেই সঙ্গে গ্রহণের সময় যৌনতায় লিপ্ত হওয়াও উচিত নয় বলে মানা হয়।

আরও পড়ুন: Chandra Grahan 2025: ৭ সেপ্টেম্বর, ভারতে কত ঘন্টা ধরে বিরল 'রক্তচন্দ্র' গ্রহণ দেখা যাবে? পূর্ণ চন্দ্রগ্রহণের সময় ও সূতক কাল জানুন এক ক্লিকে

গ্রহণের তাৎপর্য 

যে কোনও ধরনের গ্রহণের তাৎপর্য রয়েছে মনুষ্য জীবনে। জানা যায়, গ্রহণর সময় রাহু অথবা কেতু পৃথিবীর সংস্পর্শে আসে। আর সেই রাহু কিংবা কেতুর ছায়া পড়ে পৃথিবীর উপর। ফলে ধরিত্রীতে বসবাসকারী মানুষের স্বাস্থ্যের উপর যেমন তার প্রভাব পড়ে, তেমনি গ্রহণ মানুষের মানসিক স্থিতাবস্থাকেও অনেক সময় টালমাটাল করে দেয়। সেই কারণে গ্রহণের সময় প্রত্যেকের সতর্ক থাকা উচিত। বিশেষ করে যাঁদের শরীর খারাপ কিংবা অন্তঃসত্ত্বা মহিলারা।

সন্তান জন্ম দেওয়ার আগে হবু মায়ের শরীরে নানাবিধ পরিবর্তন দেখা দেয়। এই পরিবর্তনকে মানিয়ে নিতে মায়েদের শরীর স্বাস্থ্যের উপর যেমন প্রভাব পড়ে, তেমনি মন মানসিকতাও পালটাতে শুরু করে। ফলে গ্রহণের সময় অন্তঃসত্ত্বা মহিলারা যাতে ঘরের ভিতরেই থাকেন, তেমনি নিদান দেওয়া হয় হিন্দু শাস্ত্রে।