Lunar Eclipse 2025: সবে সবে কেটেছে গ্রহণকাল (Chandra Grahan 2025)। রবিবার রাতে যে পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ শুরু হয়, সোম মধ্য রাতে তা ছাড়ে। অর্থাৎ সোম রাত দুটোর পর থেকে পৃথিবী এবং সূর্যের সঙ্গে আসা সমান্তরাল রেখা থেকে চন্দ্র সরে যেতে শুরু করে। ফলে পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণের (Blood Moon) পর্যায় শেষ হয়। ৭ সেপ্টেম্বর যে পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ শুরু হয়, তা শেষ হওয়ার পর বহু মানুষ গঙ্গা স্নান করেন। মনে করা হয়, গ্রহণ অশুভ ঘটনা। তাই শরীরকে শুদ্ধ করতে গঙ্গা স্নান অপরিহার্য। গঙ্গা বা নদীতে ডুব দিতে না পারলে, বাড়িতেই স্নান করেন অনেকে। এবং শুদ্ধ চিত্তে ঈশ্বরের জপ করেন।
গ্রহণ (Lunar Eclipse 2025) পরবর্তী সময়ে কী কীকরা উচিত। তা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। এর সঙ্গে কোনও বিজ্ঞান মনস্ক ধারনা যুক্ত না থাকলেও, পুরাকাল থেকেই সূর্য বা চন্দ্র গ্রহণর পর এসব রীতি মানা হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী।
গ্রহণের পর কী কী করতে হয়...
গ্রহণের পর স্নান করার নিয়ম রয়েছে। স্নান করে শরীর শুদ্ধ করা হয়।
গ্রহণের পর পুজো করার রীতি রয়েছে। গ্রহণের পর পুজো বা জপ করে শরীরকে সাত্ত্বিক করার রীতি রয়েছে।
গ্রহণের পর দান করার রীতি রয়েছে। যা অত্যন্ত পূণ্য কর্ম মনে করা হয়।
গ্রহণের সময় যেমন সাত্ত্বিক খাবার খাওয়ার নিয়ম রয়েছে, তেমনি গ্রহণকাল কেটে গেলেও, নিরামিষ আহারের নিয়ম রয়েছে।
গ্রহণের পর মদ্যাপন নিষিদ্ধ বলে মনে করা হয়। গ্রহণকাল কেটে গেলেই যাতে কেউ মদ্যপান না করেন, সে বিষয়ে মনে করেন ধর্মগুরুরা। ফলে সাধারণ মানুষও সেই পন্থাই মেনে চলেন।
গ্রহণের সময় অনেক ধরনের নেতিবাচক মনোভাব মানুষের মধ্যে চলাফেরা করতে শুরু করে। ফলে ওই সময় মনকে সংযত করতে এবং নেতিবাচক প্রভাব থেকে সরে থাকতে, জপ, ধ্যান করার চল রয়েছে।