দিল্লি, ৮ সেপ্টেম্বর: ব্লাড মুন (Blood Moon 2025) বা রক্তচন্দ্র দেখল রবিবার রাতে গোটা দেশ। সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় হাজির হয়, সেই সময় ব্লাড মুন বা চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করলেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।
ব্লাড মুন (Blood Moon Total Lunar Eclipse 2025) বা রক্তচন্দ্র যখন আকাশে প্রস্ফূটিত, সেই সময় হরিদ্বারের (Haridwar) বদ্রীনাথ (Badrinath Temple) মন্দির থেকে তিরুমালা (Tirumala Temple), দেশের বিভিন্ন প্রান্তের মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। প্রাচীন রীতি মেনে দেশের একাধিক মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। গ্রহণের সময় কোনও শুভ কর্ম করা উচিত নয়। তার মধ্যে পড়ে পুজোর নীতি। সেই প্রাচীন প্রথা অনুসরণ করে কিংবা দৃঢ় বিশ্বাস থেকে দেশের একাধিক প্রান্তের মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় গ্রহণের আগে।
গ্রহণ শুরু হওয়ার ৯ ঘণ্টা আগে থেকে শুরু হয় সুতককাল। এই সময়ে প্রত্যেকে যাতে সতর্ক থাকেন, তেমন পরামর্শ দেন বাড়ির বড়রা। সেই সুতককাল অনুসরণ করে রবিবার ১২.৩৮ মিনিটে উত্তরাখণ্ডের বদ্রীনাথ এবং কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। ভক্তদের জন্য বন্ধ হয়ে যায় দেবভূমির এই দুই মন্দিরের দরজা।
দেখুন বদ্রীনাথ মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় গ্রহণের আগে সুতককালেই...
VIDEO | Uttarakhand: Doors of Badrinath Dham closed ahead of lunar eclipse.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/EwkrYuBdFw
— Press Trust of India (@PTI_News) September 7, 2025
তিরুমালায় ভেঙ্কটেশ্বর মন্দিরের দরজাও বন্ধ করে দেওয়া হয় চন্দ্র গ্রহণ শুরুর আগে। দুপুর ৩.৩০ মিনিটে বন্ধ হয় তিরুমালা মন্দিরের দরজা। ৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত বন্ধ ছিল ভেঙ্কটেশ্বর মন্দিরের দরজা ভক্তদের জন্য।
গ্রহণের আগে বন্ধ হয়ে যায় ভেঙ্কটেশ্বর মন্দিরের দরজা...
#Tirumala temple doors closed at 3:30 PM today for #LunarEclipse (9:50 PM–1:31 AM). The temple will reopen on Sep 8 at 3 AM after Suddhi rituals. All devotees were given darshan as per schedule. #TTD also distributed 50,000 Pulihora packets during the closure. pic.twitter.com/XwWoNO92SB
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) September 7, 2025
দেখুন বন্ধ হচ্ছে তিরুমালার তিরুপতি মন্দিরের দরজা গ্রহণের আগে...
Tirumala Temple closed at 3.30 p.m. today following the lunar eclipse (Chandra Grahanam). #tirumalahills #tirumala #tirupatibalaji #tirumalatemple pic.twitter.com/WN7rXLdyZm
— GoTirupati (@GoTirupati) September 7, 2025
তেলাঙ্গানার শ্রী রাজা রাজেশ্বর স্বামী মন্দিরও বন্ধ করে দেওয়া হয় গ্রহণের আগে। রবিবার দুপুরের মধ্যে অর্থাৎ সুতককাল শুরু হওয়ার পরপরই তেলাঙ্গানার এই মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করে দেন কর্তৃপক্ষ। দক্ষিণ কাশি হিসেবে পরিচিত এই মন্দির রবিবার সকাল ১১.২৮ মিনিটে ভক্তদের জন্য দরজা বন্ধ করে দেয়। এরপর ৮ সেপ্টেম্বর ভোর ৩.৪৫ মিনিটে খোলা হয় মন্দিরের দরজা।
পুরীর জগন্নাথ মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় গ্রহণ উপলক্ষ্যে। দেখুন পুরীর মন্দিরের সেই ভিডিয়ো...
VIDEO | Puri, Odisha: Special rituals held at Jagannath Temple on the occasion of Bhadrapada Purnima lunar eclipse.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/UaTD0K37pM
— Press Trust of India (@PTI_News) September 7, 2025