Blood Moon (Photo Credit: ANI/X)

কলকাতা, ৮ সেপ্টেম্বর: রবিবার ভারতীয় সময় রাত ১১টা থেকে শুরু হয় চন্দ্র গ্রহণ (Blood Moon Total Lunar Eclipse 2025)। কলকাতা থেকে হায়দরাবাদ কিংবা মুম্বই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দু চোখ ভরে চন্দ্র গ্রহণ (Chandra Grahan) দেখেন। চাঁদ, পৃথিবী এবং সূর্য যখন এক সরলরেখায় হাজির হয়, তখনই দেখা যায় রক্তচন্দ্র। আর এই চন্দ্র গ্রহণে যেমন কুংস্কার কিছু মানুষের পায়ে বেড়ি পরিয়ে রাখে, তেমনি হাজার হাজার মানুষ হাজির হন গ্রহণ দেখতে।

পূর্ণ চন্দ্র গ্রহণ আসলে কী?

বলা হয়, চাঁদ পুরোপুরি পৃথিবীর গাঢ় ছায়া পার করে, ফলে চাঁদ লালচে বা তামাটে রঙ ধারণ করে। আর এই মহাজাগতিক ঘটনাকেই বলা হয় ব্লাড মুন। 

আংশিক চন্দ্র গ্রহণ কী?

আংশিক চন্দ্র গ্রহণ তখনই হয় যখন চাঁদের আংশিক অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে।
তবে রবিবার রাত ৮.৫৭ মিনিট থেকে  যখন পৃথিবীতে চন্দ্র গ্রহণ শুরু হয়, সেই সময় গোটা বিশ্বের মানুষ এই রক্তচন্দ্র দেখতে শুরু করেন। গোটা বিশ্বের পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন কোনা থেকেও এই রক্তচন্দ্র দেখা যায়।

দেখুন রক্তচন্দ্রের সেই রূপ কেরল থেকে...

ব্লাড মুন বা রক্ত চন্দ্র যখন চরম সীমায় পৌঁছে যায়, সেই সময় কেমন দেখতে হয় দেখুন...

 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাল চাঁদের রূপে মানুষ মোহিত হয়ে যেতে শুরু করেন...

 

কলকাতা থেকে চন্দ্র গ্রহণের এক অপরূপ শোভা ধরে পড়ে...

 

দিল্লি থেকে দেখা যায় রক্ত চন্দ্রের এমন শোভা...

 

চন্দ্র গ্রহণ শেষের পর গঙ্গার বিভিন্ন ঘাটে মানুষ হাজির হতে শুরু করেন। গ্রহণের পর গঙ্গা স্নান সারতে উত্তরপ্রদেশের বিভিন্ন ঘাটে মানুষ ভিড় জমাতে শুরু করেন।