Chandra Grahan (Photo Credit: Latestly)

Chandra Grahan 2025: আগামী ৭ সেপ্টেম্বর চন্দ্র গ্রহণ। অন্যতম শক্তিশালী হিসেবে ধরা হয় চন্দ্র গ্রহণের এই দিনটিকে। তাই সুস্থ থাকতে গ্রহণে বিশেষ কিছু বিধি নিষেধ রয়েছে। যদিও ভারত থেকে পুরো চন্দ্র গ্রহণ এবারেও দেখা যাবে না। তবে সাবধানের মার নেই। তাইতো, চন্দ্র গ্রহণ (Lunar Eclipse) পুরোপুরি দেখতে না পেলেও, নিয়ম মেনেই চলুন।

গ্রহণের সময় কী খাবার খাওয়া উচিৎ 

গ্রহণের সময় খাবেন  না খাবার বর্জন করবেন, সে বিষয়ে কোনও সঠিক সিদ্ধান্ত কোথাও নেই। তবে কথিত আছে, চন্দ্র গ্রহণ হলে, তার প্রভাবে মানুষের শরীরের উপর পড়ে। আরও জানা যায়, গ্রহণের সময় ভারি খাবার খেলে, তা হজম হতে চায় না। ফলে হজমের গোলমাল, পেটের সমস্যা দেখা দেয়। হালকা খাবারের ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য তবে পরিমাণে কম।

আরও পড়ুন: Chandra Grahan 2025: চন্দ্র গ্রহণে কোন কোন কাজ একেবারে নিষিদ্ধ, জীবনে সুস্থিতি পেতে অমান্য করবেন না একেবারেই এসব

গ্রহণের সময় হালকা খাবার খান। তেল, মশলাদার খাবার খাওয়া উচিত নয়। পেয়াজ, রসুন, মাছ,মাছ, মাংস-সহ কোনও খাবার খেতে নেই বলে ধারণা রয়েছে। সাত্ত্বিক খাবার খান গ্রহণের সময়। কোনও ধরনের ভারি খাবার এই সময় খাওয়া উচিত নয় বলে কথিত রয়েছে।

এই সময় মদ্যপান করা উচিত নয়। মাচ, মাংসের সঙ্গে যে কোনও ধরনের সামুদ্রিক আমিষ জাতীয় খাবারও খাওয়া উচিত নয়।

গ্রহণের সময় রান্না করবেন না। আগে থেকে রান্না করে রাখলে, খাবারের উপর তুলসী পাতা দিয়ে রাখুন।

গ্রহণের সময় যে কোনও খাবারে তুলসী পাতা দিয়ে রাখুন। চন্দ্র গ্রহণের সময় বহু নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। খাবারকে এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করতে তুলসী পাতা ব্যবহার করুন।

গ্রহণের আগে এবং পরে স্নান করে নিন। আর যদি নুন মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে আরও ভাল বলে মনে করা হয়।

গ্রহণ শেষ হলে সমস্ত ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন। ঘরের পাশাপাশি বাড়ির প্রত্যেক পরিবারের সদস্যের উপরও গঙ্গাজল ছিটিয়ে তাঁদের নেতিবাচক প্রভাব থেকে দূরে সরান।

গ্রহণের সময় জপ করুন। ঈশ্বরের নাম নিন। যা আপনার মনকে শান্ত করবে, নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখবে।

গ্রহণের পর ঘর পরিষ্কার করুন। গ্রহণের পর কোনও ধরনের নোংরা আবর্জনা ঘরে রাখবেন না।