'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা'। রাত পোহালেই ভাইফোঁটা (Bhaiphota)। এই উৎসব ঘিরে নানা লোককথা চালু রয়েছে। ভাইফোঁটা উৎসব উদযাপন সম্পর্কে চালু ওই লোককথাটি হল, কার্তিকে শুক্লা দ্বিতীয়া তিথির দিন যমুনা তাঁর ভাই যমরাজকে বাড়িতে ডেকেছিলেন এবং ফোঁটা দিয়ে খাবার পরিবেশন করেছিলেন। তাই এটি যম দ্বিতীয়া নামেও পরিচিত।ভাইফোঁটা (Bhai Phota 2023) উপলক্ষে লেটেস্টলি বাংলা নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। কীভাবে নিজের ভাইকে এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাবেন? রইল তার কিছু ঝলক-