
Baba Vanga's Prediction For 2025: ২০২৫ সাল কেমন যাবে? এই বছরে যেমন বিভিন্ন দিক থেকে উথালপাথাল শুরু হয়েছে, তারর মাঝেই এবার সামনে এল বাবা ভাঙার ভবিষ্যত বাণী। বুলগেরিয়ার এই বিশেষ সন্নাসীনি বাবা ভাঙা যখন যা বলেছেন, তা প্রায় খেটে যায় বললেই চলে। ২০২৫ সালের জন্যও তাই বাবা ভাঙা একাধিক ভবিষ্যত বাণী করেছেন বিভিন্ন রাশির ক্ষেত্রে।
২০২৫ সাল কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য এবং কোন কোন রাশির জীবনের নতুুন অধ্যায় সূচনা হবে এই সালে দেখুন...
বাবা ভাঙার কথায়, এই সাল মিথুন রাশির (Gemini) জাতকদের জন্য অত্যন্ত ভাল। সেই সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সাল সৌভাগ্য বহন করে আনবে বলে জানান বাবা ভাঙা। জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন ২০২৫ সাল মিথুন রাশির জন্য নানা দরজা খুলে দেবে তেমনি কাজের সুযোগ সন্ধানও হবে ভাল। পড়াশোনা থেকে কেরিয়ার বা চাকরিবাকরি, ২০২৫ সাল মিথুন রাশির জাতকদের জন্য সৌভাগ্যেের সূচনা করবে বলে জানান বাবা ভাঙা। এই সালের প্রথমার্ধে বেশ কিছুু চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তবে দ্বিতীয়ার্ধ জুড়ে সব ভাল খবর পাবেন। জীবনের উন্নতি হবে মিথুন রাশির জাতকদের। এমনই জানান বাবা ভাঙা।
সিংহ রাশির (Leo) জাতক জাতিকাদের জন্যও ২০২৫ সাল অত্যন্ত সৌভাগ্যপূর্ণ বলে জানিয়েছেন বাবা ভাঙা। জীবনে কখনও আশা ত্যাগ করা যাবে না। তাহলেই এই সাল সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে শুভ ফল বহন করে আনবে বলে জানিয়েছেন বাবা ভাঙা। এসবের পাশাপাশি ২০২৫ সালে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। কেউ দমাতে পারবে না। শুধু তাই নয়, এই সালে সিংহ রাশির জাতক, জাতিকাদের বিভিন্ন লাভজনক ক্ষেত্রে গমনকে রোধ করা যাবে না বলে জানান বাবা ভাঙা।
কুম্ভ রাশির (Aquarius) ক্ষেত্রেও এই সাল অত্যন্ত সৌভাগ্যপূর্ণ বলে জানিয়েছেন বাবা ভাঙা। এই সালে কুম্ভ রাশি থেকে শনি যাচ্ছে মীন রাশিতে। ফলে কুম্ভ রাশির জাতক, জাতিকাদের জন্য এই সাল শুভ বলেই জানিয়ে গিয়েছেন বাবা ভাঙা। ফলে গত বছরের তুলনায় এই সাল কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্র শুভ এবং লাভবান বলে জানানো হয়েছে। ২০০২৫ সালে কুম্ভ রাশির জাতক, জাতিকারা জীবনের একাধিক ক্ষেত্রে নতুন করে শুরু করতে পারবেন। পাশাপাশি এই সালে যে কোনও পেশায় আপনার লিডারশিপ অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে হবে অন্যদের কাছে।