Baba Vanga's Prediction: বুলগেরিয়ান সাধক বাবা ভাঙার খবর ফের খবরের শিরোনামে আসতে শুরু করেছে। বাবা ভাঙা যা বলেছেন, তা সত্যি হয়ে ফলতে শুরু করেছে পৃথিবীর বুকে। এমন মন্তব্য এবং ধারনা বর্তমানে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। রাশিয়ার শক্তিশালী ভূমিকম্প থেকে জাপান, আমেরিকার সুনামি, বাবা ভাঙার ভবিষ্যতবাণী নিয়ে বর্তমানে তোলপাড় গোটা বিশ্ব। বাবা ভাঙার (Baba Vanga) তেমনই একটি ভবিষ্যতবাণী ফের নতুন করে ভাইরাল হতে শুরু করেছে। যেখানে বাবা ভাঙা জ্যোতিষশাস্ত্র নিয়ে ভবিষ্যতবাণী করেছেন। চলতি বছরে অর্থাৎ আগামী ৬ মাসের মধ্যে কোন কোন রাশির হাতে অর্থ আসতে চলেছে, তেমনই জানানো হয়েছে।
বাবা ভাঙার ভবিষ্যতবাণী অনুযায়ী, আগামী ৬ মাসের মধ্যে বেশ কয়েকটি রাশির (Zodiac Sign) বাবা জাতক, জাতিকাদের হাতে প্রভূত অর্থ আসতে চলেছে। অর্থাৎ আগামী ৬ মাসের ভিতরে এই রাশিগুলির কপাল খুলতে চলেছে বলে ভবিষ্যতবাণী করেন বাবা ভাঙা।
যে রাশিগুলি আগামী ৬ মাসের ভিতরে আর্থিক দিক থেকে ফুলে ফেঁপে উঠতে চলেছে, তাদের মধ্যে রয়েছে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এবং সিংহ রাশি। অর্থাৎ এই ৪ রাশির কপাল খুলতে চলেছে আগামী ৬ মাসের মধ্যে। এমনই ভবিষ্যতবাণী করা হয়েছে বাবা ভাঙার তরফে।
এখন দেখা যাক, প্রায় প্রত্যেক ভবিষ্যতবাণীর মত বাবা ভাঙার এই ভবিষ্য়তবাণী কতটা কার্যকর কিংবা সফল হয়।