রাত পেরোলেই ইসলাম ধর্মাবলম্বীদের শোকের উৎসব মহরম। ইসলামের চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, প্রথম মাসটি হল মহরম। মহরমের দশম দিনটি হল ‘আশুরা’। এই দিনটিতে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা শোকের উৎসব পালন করেন। আশুরায় অনেকেই রোজা পালন করেন। তবে সবাই এই উৎসবের দিন রোজা রাখেন না। শিয়া সম্প্রদায়ের মুসলিমরা প্রতি বছর এই দিনটি নিষ্ঠার সঙ্গে পালন করেন। মহরমের দশম দিনে তারাই রোজা রাখেন। গত বৃহস্পতিবার ২০ জুলাই থেকে শুরু হয়েছে এই মাসের দিন গণনা। সেই গণনার নিরিখে ২৯ জুলাই পালিত হবে আশুরা।

খুশির ইদ বা কোরবানির মতো করে এই মহরম পালন করা হয় না। কারণ এই দিন মুসলিম সম্প্রদায়ের কাছে শোকের দিন। তাই এই দিন মূলত দান ধ্যানের মাধ্যমেই চলে শোক পালন। আশুরা উপলক্ষ্যে সকল  ইসলাম ধর্মাবলম্বীদের বন্ধুদের জন্য রইল এই বার্তা।

Ashura Wishes 2023 (Photo Credit: File Photo)
Ashura Wishes 2023 (Photo Credit: File Photo)
Ashura Wishes 2023 (Photo Credit: File Photo)
Ashura Wishes 2023 (Photo Credit: File Photo)
Ashura Wishes 2023 (Photo Credit: File Photo)