হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। শাস্ত্রে অক্ষয় তৃতীয়াকে যুগাদি তিথি বলা হয়েছে। এই দিন থেকে একাধিক যুগের সূচনা হয়েছিল। আবার এই তিথিতেই একাধিক অবতার নিয়ে মর্ত্যে পদার্পণ করেন বিষ্ণু। সৎযুগ ও ত্রেতাযুগের সূচনা হয়েছিল এই তিথিতেই। অক্ষয় তৃতীয়া তিথিতেই পরশুরাম অবতার ধারণ করেন নারায়ণ। তাই ধর্মীয় দৃষ্টিতে এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে।
২২ এপ্রিল সকাল ৭টা ৫০ মিনিট থেকে অক্ষয় তৃতীয়া তিথি শুরু হবে। শেষ হবে ২৩ এপ্রিল সকাল ৭টা ৪৮ মিনিটে।অক্ষয় তৃতীয়া তিথিতে উচ্চের চন্দ্র বৃষ রাশিতে গোচর করবে। পাশাপাশি এ দিন আয়ুষ্মান যোগ, শুভ কৃতিকা নক্ষত্র, সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, অমৃত সিদ্ধি যোগ ও ত্রিপুষ্কর যোগ থাকবে।এই দিনে সোনা কেনা সবচেয়ে শুভ এবং শুভ সময় পালন না করেই সমস্ত শুভকাজ শুভের সাথে সম্পন্ন হয়।
আজকের এই পুণ্য দিনে পাশাপাশি লোকেরা একে অপরকে শুভেচ্ছা বার্তাও পাঠায়। এমন পরিস্থিতিতে, আপনি এই দুর্দান্ত শুভেচ্ছা, হোয়াটসঅ্যাপ স্টিকার, এইচডি ওয়ালপেপার পাঠিয়ে এই উপলক্ষে অভিনন্দন জানাতে পারেন।