
Horoscope Today, 3 June, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে.
মেষ: ধর্মকর্মে একাগ্রতা বৃদ্ধি ও মানসিক শান্তি। উচ্ছ্বাস পূরণের প্রচেষ্টায় পণ্ডশ্রম হবে। অর্থকড়ি দিকটি মন্দের ভালো।
বৃষ: কাজকর্মে সুনাম ও সাফল্য। পেশাদারদের কর্মে উন্নতি, উপার্জন বৃদ্ধির যোগ। দেবদর্শনে ভ্রমণ।
মিথুন: একাধিক সূত্র থেকে অর্থপ্রাপ্তি হবে। ব্যবসায় পূর্ণ বিনিয়োগে সফলতার অভাব। গৃহে অশান্তির যোগ।
কর্কট: জটিল কর্ম সম্পাদনের প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায়ী ও পেশাদারদের পক্ষে দিনটি শুভ। স্বাস্থ্যের খেয়াল রাখুন।
সিংহ: সপরিবারে মনোরম স্থানে দূর ভ্রমণের পরিকল্পনা। কর্মপরিবেশ কমবেশি অনুকূল। মানসিক চঞ্চলতা ও উত্তেজনা থাকবে।
কন্যা: পেশাদারি উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটি শুভ। কর্মে অগ্রগতি। সাংসারিক ক্ষেত্রে সন্তানের রুক্ষ আচরণের জন্য অশান্তি।
তুলা: উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। কাজকর্মে অগ্রগতি হবে। নিম্নাঙ্গের ব্যাধিতে কষ্টভোগের যোগ।
বৃশ্চিক: একাধিক সূত্রে ধনাগম। বিশেষ কোনও শুভ কাজের জন্য ব্যয় যোগ আছে। কাজকর্ম, পঠন-পাঠন ভালো হবে।
ধনু: আইনি কর্মপ্রচেষ্টায় সাফল্য। উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। সময়োচিত সিদ্ধান্ত গ্রহণের ফলে আর্থিক ক্ষতির থেকে মুক্তি।
মকর: পুরনো রোগবৃদ্ধিতে দৈহিক ভোগান্তির যোগ। ব্যবসা পেশা ও কর্মে ক্রমোন্নতি। অর্থভাগ্য শুভ।
কুম্ভ: একাধিক সূত্র থেকে অর্থ উপার্জন। কাজকর্মে অগ্রগতি। উচ্চশিক্ষা ও গবেষণায় শুভ দিন ।
মীন: কাজকর্মের ক্ষেত্রে সহকর্মীদের থেকে বদনাম পেতে পারেন। আয় বুঝে ব্যয় করুন। মানসিক অস্থিরতা থাকবে।