AJKER RASHIFOL Photo Credit: File Photo

Ajker Rashifal, 28 July, 2024: Bengali-rashifal_know-your-daily-rashifal-28 July-2024-prediction-of-all-the-12-zodiac-sign

Horoscope Today, 28 July, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষঃ আজকের দিনে আত্মীয় এবং বন্ধুদের থেকে উপহার পাবেন। দীর্ঘ অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজকে। ভালোবাসার মানুষের সঙ্গে ভালো সময় কাটাবেন। ঋণ দেওয়ার আগে অন্যদের সঙ্গে একবার কথা বলে নিন।

বৃষভঃ বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটালে, পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হতে পারেন। ঘরের পরিবেশ পরিবর্তনের আগে, সকলের থেকে অনুমতি নিন। সঙ্গীর সঙ্গে জীবনের সেরা দিন কাটবে। দীর্ঘ অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজকে।

মিথুনঃ যাদের সঙ্গে মাঝে মধ্যে দেখা করেন, এমন মানুষের সঙ্গে আজকের দিনে দেখা করুন। কাজের ফাঁকে কিছুটা বিশ্রামের প্রয়োজন। ফাঁকা সময়ে বিশেষ কারো সঙ্গে দেখা করুন। সন্দেহজনক আর্থিক কারবার এড়িয়ে যাওয়া উচিৎ।

কর্কটঃ সেমিনারে গেলে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। গর্ভবতী মায়েরা নিজেদের সন্তানদের দিকে নজর দিন। সারাটা দিন কাছের বন্ধুর চিন্তায় মগ্ন থাকবেন। কর্মক্ষেত্রে বাবার পরামর্শ কাজে দেবে।

সিংহঃ একগুঁয়ে আচরণের বদল ঘটান। পরিবারের জন্য চিন্তায় থাকবেন এই রাশির ব্যক্তিরা। জীবনে উপকৃত হতে হলে অন্যের উপদেশ মেনে চলুন। ব্যবসার ক্ষেত্রে কাছের আত্মীয়র থেকে পরামর্শ নিতে পারেন।

কন্যাঃ ঘুরতে গিয়ে বিতর্ক থেকে দূরে থাকুন। যোগ ব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রাখুন। নতুন কিছু ভাবনা শুরু করার আগে সঙ্গীর থেকে পরামর্শ নিন। আর্থিক দিক থেকে আজকের দিনে স্বচ্ছল থাকবেন।

তুলাঃ প্রতিযোগিতামূলক স্বভাবের কারণে যে কোন প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবেন। আজকের দিনে গহনা কিনতে যেতে পারেন। সঙ্গীর সঙ্গে ভালোবাসা ভাগ করে নিন। যোগ ব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রাখুন।

বৃশ্চিকঃ পড়ুয়ারা আজকের পড়া আজই শেষ করুন। যে কাজ আপনাকে শান্ত রাখে, এমন কাজ করুন আজকের দিনে। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। ব্যবসায়ীদের আজ ব্যবসার কাছে কিছু ক্ষতি হতে পারে।

ধনুঃ অন্যদের উপদেশ শুনলে উপকৃত হবেন। শখ পূরণের ক্ষেত্রে অনেকটা সময় দিতে পারবেন আজকে। পড়ুয়াদের কাছে আজকের দিন শুভ। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে ভালো ভাবে দেখে নেবেন।

মকরঃ পরিবারের কেউ আপনার সঙ্গে সময় কাটাতে চাইলেও, আপনার কাছে সময় থাকবে না। বেশি কাজে না জড়িয়ে আজকের দিনে কিছুটা বিশ্রাম নিন। পিকনিকে গিয়ে জীবনে প্রেম আসতে পারে। ব্যাঙ্কের কাজ করার সময় সাবধানে করবেন।

কুম্ভঃ সঙ্গীর কোন অভ্যাস আপনার খারাপ লাগতে পারে। অন্য মানুষের কথায় লান দিয়ে নিজের সমস্যার সমাধান খুঁজুন। এই রাশির ব্যক্তিদের বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। সময় এবং অর্থকে মূল্য দিতে শিখুন।

মীনঃ সঙ্গীর সঙ্গে সিনেমা থিয়েটারে যেতে পারেন। দুর্দশাগ্রস্থ মানুষদের সাহায্য করলে, মন ভালো থাকবে। সঙ্গীকে সময় না দিলে, সে কষ্ট পেতে পারে। জীবনের অর্থের গুরুত্ব বুঝে, তা খরচের নয় সাশ্রয়ের দিকে মন দিন।