Bhole Baba (Photo Credit: Twitter)

দিল্লি, ৫ জুলাই: যত সময় গড়াচ্ছে,  হাথরস (Hathras) নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গত ২ জুলাই হাথরসে স্বঘোষিত ধর্মগুরু  নারায়ণ শঙ্কর হরি ওরফে ভোলে বাবার (Bhole Baba) প্রবচনের পর তাঁকে ছুঁতে গেলে, একের পর ভক্ত অন্যজনের কাধে চড়তে শুরু করেন। যার জেরে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে বলে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর ওই দাবির পর এবার আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

যেখানে প্রত্যক্ষদর্শীদের দাবি, গত ২ জুলাই যখন পজপিষ্ট হওয়ার ঘটনা ঘটে, সেই সময় সাহায্যের জন্য আর্জি জানাতে দেখা যায়নি কাউকে। সাহায্যের আর্জি না জানিয়ে 'অন্ধ ভক্তরা' ভোলে বাবার নামে জয়ধ্বনি শুরু করেন ভলান্টিয়ারদের কথা অনুযায়ী। ভোলে বাবা তাঁদের উদ্ধার করবেন মনে করেই তা ঁরা ওই জয়ধ্বনি শুরু করেন। যার জেরে একের পর একজন মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন: Net Worth Of Bhole Baba: 8 কোটির পাঁচতারা আশ্রম, বিলাসবহুল গাড়ি, বিঘা-বিঘা জমি, হাথরস কাণ্ডের মূল পান্ডা 'ভোলে বাবা'-এর সম্পত্তির পরিমাণ কত জানেন?

পুলিশের রিপোর্ট অনুযায়ী, ২ জুলাইয়ের  সৎসঙ্গের অনুষ্ঠানে প্রায় আড়াই লক্ষ জনসমাগম হয়। ৮০ হাজার মানুষের জায়গায় আড়াই লক্ষ কীভাবে হাজির হলেন, তা নিয়ে পুলিশের কাছে কোনও রিপোর্ট ছিল না বলে খবর। যার জেরেই ওই ঘটনা ঘটে বলে উঠে আসতে শুরু করেছে প্রাথমিক তথ্য।

পদপিষ্টের ঘটনার সময় যদি কিছু মানুষ এগিয়ে গিয়ে সাহায্য করতেন, তাহলে অনেকের প্রাণ বাঁচত বলেও প্রত্যক্ষদর্শীরা মনে করছেন। সাহায্যের পরিবর্তে ওই সময় ভোলে বাবা ব্যক্তিগত কনভয়ে করে গ্রাম ছেড়ে পালান। যে সিসিটিভি ফুটেজ সামনে আলতেই তা নিয়ে মানুষের মধ্যে নতুন করে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে।