Rahul Gandhi In Hathras (Photo Credit: Twitter)

দিল্লি, ৫ জুলাই: ভোলে বাবা (Bhole Baba) ওরফে স্বঘোষিত ধর্মগুরু নারায়ণ শঙ্কর হরির অনুষ্ঠানে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবার রাহুল গান্ধী উত্তরপ্রদেশের  হাথরসে (Hathras) যান। সেখানে গিয়ে রাহুল মৃত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের সুবিধা, অসুবিধার কথা শোনেন।  হাথরসে গিয়ে মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর রাহুল গান্ধী বলেন, ভোলে বাবার অনুষ্ঠানে জনসমাগম হবে জেনেও প্রশাসনের তরফে অতিরিক্ত পুলিশ বাহিনীর কোনও ব্যবস্থা করা হয়নি। সেই কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে জানান রাহুল গান্ধী।

আরও পড়ুন : Rahul Gandhi In Hathras: পরিস্থিতি খতিয়ে দেখতে হাথরসে গেলেন রাহুল গান্ধী, দেখা করলেন দুর্গতদের সঙ্গে, দেখুন ভিডিয়ো

গত মঙ্গলবার হাথরসে স্বঘোষিত ধর্মগুরুর সভা ছিল। সেখানে ভোলে বাবার একাধিক ভক্ত হাজির হন। ওই অনুষ্ঠানেই পরপর ১২১ জনের প্রাণ যায়। মৃতদের মধ্যে বেশিরভাগ মহিলা। হাথরসের নির্মম ঘটনার পর সেখানে তিনি কোনও রাজনীতি করতে যাননি বলে জানান রাহুল গান্ধী। পাশাপাশি ওই ঘটনায় মৃত এবং আহতদের পরিবার যাতে আরও বেশি করে আর্থিক সাহায্য পান, সে বিষয়ে সওয়াল করেন কংগ্রেস সাংসদ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যাতে হাত খুলে মৃত এবং আহতদের পরিবারকে সাহায্য করেন, সেই আবেদন জানান রাহুল গান্ধী। পাশাপাশি দুর্ঘটনার শিকার যে পরিবারগুলি,তাঁরা যদি দেরিতে আর্থিক সাহায্য পান,তাহলে কেউ লাভবান হবে না বলেও মন্তব্য করেন রাহুল। তবে দুর্ঘটনার দিন কোনও ধরনের পুলিশি ব্যবস্থা ছিল না। দুর্ঘটনাগ্রস্থদের পরিবারের সঙ্গে কথা বলে তিনি এ বিষয়ে জেনেছেন। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থদের পরিবারগুলি এখনও সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।