ভারতের নাগরিকত্বের শংসাপত্র তুলে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA)আওতায় এলেন ১৮৮ জন উদ্বাস্তু। হাসি ফুটল তাঁদের মুখে। রবিবার,আমেদাবাদের(Ahmedabad) ১৮৮ জনের হাতে ভারতের নাগরিকত্বের শংসাপত্র তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী (Union MInister)অমিত শাহ(Amit Shah)। এ দিন এই ১৮৮ উদ্বাস্তুকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে শাহ বলেন, "সিএএ শুধু নাগরিকত্ব নয়, সিএএ উদ্বাস্তুদের ন্যায় এবং অধিকারের আইনও। যাঁদের পরিচয় একসময় উদ্বাস্তু ছিল, আজ থেকে তাঁরা ভারত মায়ের সন্তান। লক্ষ লক্ষ শরণার্থীদের উপর হওয়া অত্যাচার, অবিচারের ন্যায় দিতেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন।" এরপর ইন্ডিয়া জোটকে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সিএএ কার্যকর যাতে না হয় তার জন্য কম চেষ্টা করেনি ইন্ডিয়া জোট। সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝানো হয়। বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষজনকে বোঝানো হয়, এর মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আমি আমার মুসলমান ভাইবোনেদের বলতে চাই, সিএএ-এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হয়, কেড়ে নেওয়া হয় না।" এরপর তিনি আরও বলেন, "এভাবেই সকল শরণার্থীদের মুখে হাসি ফুটবে। আপনাদের উদ্বেগের কোনও কারণ নেই। আপনারা নির্দ্বিধায় নাগরিকত্বের জন্য আবেদন করুন।"