Photo Credits: ANI

নয়াদিল্লি: চারদিকে লোকজন চলাচল করছেন। এর মাঝেই ২০ বছরের এক যুবককে ছুরি মেরে খুন (stabbed to death) করা হল দিল্লিতে (Delhi)। মৃতের নাম আকাশ বলে জানা গেছে। রবিবার সন্ধ্যা আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে খান মার্কেটে (Khan market) অবস্থিত লোক নায়ক ভবনের (Lok Nayak Bhawan) কাছে।

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে ছুরিবিদ্ধ ওই যুবককে স্থানীয় আরএমএল হাসপাতালে (RML hospital) নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পুরনো ব্যক্তিগত শত্রুতার (personal enmity) কারণে ওই যুবকের উপর হামলা হয়েছে। তবে এখনও পর্যন্ত খুনের সঠিক কারণ জানা যায়নি।