PUBG Cheats: বিশেষ পাবজি আইডি পেতে প্রতারকের কবলে মধ্যপ্রদেশের যুবক, খোয়ালেন ৯৯ হাজার টাকা
Photo Credit_Twitter

PUBG খেলার কুফল আগেই লক্ষ্য করা গেছে এবার সেই গেমের সুবিধাসহ বিশেষ আইডি দেওয়ার নাম করে ৯৯ হাজার টাকা প্রতারণার স্বীকার হল মধ্যপ্রদেশের ইন্দোরের একজন যুবক। এক সাইবার অপরাধী সেই যুবককে বিশেষ গেমিং সরঞ্জাম এবং সুবিধা সহ PUBG মোবাইল গেমের জন্য একটি বিশেষ আইডি পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং তাঁর বদলে  যুবকের অ্যাকাউন্ট থেকে ৯৯০০০ টাকা ট্রান্সফার করে নেয়।

ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি নিমিশ আগরওয়ালের মতে, আকর্শ নামের সেই যুবক  সাইবার হেল্পলাইন নম্বর ৭০৪৯১২-৪৪৪৫ এ ফোন করে পুলিশকে জানায় যে যিনি প্রতারিত করেছেন সে একজন গেমিং প্লেয়ার হিসাবে তার কাছে এসেছিল এবং সে নিজেও একজন PUBG গেমের খেলোয়াড় বলে পরিচয় দিয়েছিল। তারপরে তিনি আকর্ষকে বলেছিলেন যে এই গেমটিতে ভাল পারফর্ম করার জন্য, তাকে বিশেষ সরঞ্জাম সহ একটি PUBG আইডি সরবরাহ করা হবে। তবে তার বদলে তাঁকে ৯৯০০০  হাজার টাকা দিতে হবে।

আকর্ষ টাকা পাঠালেও তাঁর বদলে কোনও বিশেষ আইডি সেই প্রতারক দেইনি। সাইবার সেল এ সেই তথ্য জানানোর পর সাইবার টিম আকর্ষের টাকা ফেরত পেতে সংশ্লিষ্ট ওয়ালেট কোম্পানি ও ব্যাঙ্কের সঙ্গে দ্রুত যোগাযোগ করে।কিন্তু কোন লাভ হয়নি।