নয়াদিল্লি: ১৬ বছরের এক নাবালিকাকে (Minor girl) একাধিকবার ধর্ষণের (rape) অভিযোগে দিল্লিতে গ্রেফতার (arrest) হল ২২ বছরের এক যুবক (Youth)। ধৃতের নামে মুন্ডকা থানায় (Mundka PS) ভারতীয় দণ্ডবিধি (IPC) ও পকসো আইনে (POCSO Act) মামলা দায়ের করে (Case registered) আদালতে (Court) তোলা হলে বিচারক তাকে বিচারবিভাগীয় হেফাজতে (judicial custody) পাঠানোর নির্দেশ দেন।
এপ্রসঙ্গে দিল্লি আউটারের ডিএসপি হরেন্দার সিং বলেন, ধর্ষিতা নাবালিকা ও অভিযুক্ত একসঙ্গে একটি খেলনা তৈরির কারখানায় (toy factory) কাজ করত। গত ২৯ জুন অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে গুরুগ্রামে (Gurugram) থাকা নিজের দাদার বাড়িতে নিয়ে গিয়ে মাদক মেশানো কোল্ড ডিঙ্ক (cold drink) খাওয়ায়। এর জেরে অচৈতন্য হয়ে পড়ে ওই নাবালিকা। পরে সে যখন চেতনা ফিরে পায় তখন নিজেকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। এই বিষয়ে ওই যুবককে প্রশ্ন করলে সে নাবালিকাকে হুমকি (threatened) দেয় কাউকে এই বিষয়ে কিছু বললে অবস্থা খারাপ করে দেবে। পরে ভয় দেখিয়ে আরও ২-৩ বার ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত পাশাপাশি ব্ল্যাকমেলিংও করে। গতকাল শনিবার এই বিষয়ে মামলা দায়ের করা হয়। তারপরই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছিল। বিচারকের সামনে গোপন জবানবন্দী দেয়। তার ভিত্তিতে ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আরও পড়ুন: Ghazwa-E-Hind: পাকিস্তানের মদতপুষ্ট গজবা-ই-হিন্দ জঙ্গি সংগঠনের খোঁজে তিনটি রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি NIA-এর
Delhi | A 16-year-old girl was allegedly raped by a 22-year-old man, namely Salman. The complainant knew the accused, as both of them work in a toy factory. On June 29, he took her to his brother's home in Gurugram & gave her a cold drink, after which she fainted & woke up with…
— ANI (@ANI) July 2, 2023