অর্থ পাচার মামলায় ১৪ মাস জেল খাটার পর জামিন পেয়ে নাগপুরের বাড়ি ফেরার অনুমতি পেয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা জাতীয়তবাদী কংগ্রেস পার্টির নেতা অনিল দেশমুখ (Anil Deshmukh)। ২১ মাস পর নাগপুরে নিজের বাড়িতে ফেরেন দেশমুখ। এনসিপি-র সমর্থকরা একেবারে হিরোর মত স্বাগত জানিয়ে পাঁচ ঘণ্টার লম্বা শোভাযাত্রা করে দেশমুখকে নাগপুরের বাড়িতে পৌঁছে দেন। ডিসেম্বরে সিবিআইয়ের বিশেষ আদালতে দেশমুখ জামিন পেলেও, মুম্বই ছাড়ার অনুমতি পাননি। অবশেষে অনুমতি পেয়ে মুম্বই থেকে নাগপুরে নিজের বাড়িতে ফেরেন অনিল। উদ্ধব ঠাকরের জমানায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা অনিল
জেল থেকে বের হয়ে নাগপুরের সংবিধান চকে এনসিপি-র এক জনসভায় দলপ্রধান শরদ পওয়ারের উপস্থিতিতে বিজেপি-র বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন অনিল দেশমুখ। আরও পড়ুন-অসমের পর ৪.৩ তীব্রতায় কাঁপল সিকিম, দেশবাসীর জন্যে অশনিসংকেত!
দেখুন ভিডিয়ো
#WATCH | "You all know I was kept in jail for 14 months under false allegations.I had received an offer for a deal. Had I accepted, I wouldn't have been in jail. Govt (MVA) would've toppled even before 2.5 yrs,but I didn't go for settlement," says NCP leader Anil Deshmukh (12.02) pic.twitter.com/jG1z7XQYq5
— ANI (@ANI) February 13, 2023
দেশমুখ বললন, " মিথ্যা মামলা এনে ১৪ মাস ধরে আমায় জেলে আটকে রাখা হল। আসলে আমায় এনসিপি, কংগ্রেস, শিবসেনার সরকার ভাঙার জন্য ডিলে যেতে বলা হয়েছিল। যদি আমি সেই চুক্তি বা প্রস্তাবটা গ্রহণ করতাম তাহলে আমায় জেল খাটতে হত না। আড়াই বছর আগেই উদ্ধব ঠাকরের সরকার পড়ে যেত। কিন্তু আমি কোনওরকম আপোষে রাজি হয়নি। ঠিক করেছিলাম ওদের সঙ্গে ডিল করার চেয়ে, জেল গেলেও শান্তি। কারণ রাজনীতি আপোষ, অর্থ দেখে করলে মানুষ একদিন ছুঁড়ে ফেলে। যে ভয়টা ওদের থাকবে, আমার নয়।"