একের পর এক বিধ্বংসী ভূমিকম্পের জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইরান সহ তুরস্ক (Earthquake In Turkey)। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ৩৩ হাজারে। সোমবার ভোররাতে কেঁপে উঠল সিকিমের ইউকসোম শহর (Earthquake in Sikkim)। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩।
আরও পড়ুনঃ তুরস্কে ধ্বংসলীলার পর রবিবার ভূমিকম্পে কেঁপে উঠল অসম
সোমবার ভোর ৪ টে ১৫ নাগাদ সিকিমের (Sikkim) ইউকসোমের (Yuksom) ৭০ কিলোমিটার উত্তর পশ্চিম থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল (Earthquake in Sikkim)।
গতকাল রবিবার বিকেলে কেঁপে উঠেছিল অসম (Earthquake in Assam)। অসমের নগাঁও জেলায় ৪.০ মাত্রায় ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। যার তীব্রতা কেবল অসমই নয়, বাংলাদেশ, নেপাল এবং ভারতের বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছিল।
তুরস্কের পর ভারতের বিভিন্ন এলাকায় একের পর এক ভূমিকম্প। দেশবাসীর জন্যে এ কি কোন অশনিসংকেত!