UP: উত্তরপ্রদেশে মাদ্রাসায় ক্লাস শুরুর আগে গাইতে হবে জাতীয় সঙ্গীত, নির্দেশ যোগী সরকারের
National Flag ((Photo Credits: Unsplash)

লখনউ, ১২ মে:  উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সমস্ত মাদ্রাসায় এবার গাইতে হবে জাতীয় সঙ্গীত (National Anthem)। যোগী রাজ্যের মাদ্রাসা এডুকেশন বোর্ডের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ মানতে হবে সরকারি অনুদানপ্রাপ্ত এবং বিনা অনুদানপ্রাপ্ত সমস্ত মাদ্রাসায় (Madrasa)। রিপোর্টে প্রকাশ, গত ২৪ মে এ বিষয়ে রাজ্যের শিক্ষা দফতরের তরফে একটি বৈঠক করা হয়। এরপর গত ৯ মে জারি করা হয়ে নির্দেশিকা।  সেখানেই জানানো হয়, এবার থেকে উত্তরপ্রদেশের সমস্ত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে নিয়ম করে গাইতে হবে জাতীয় সঙ্গীত।

রমজান চলায় গত ৩০ মার্চ থেকে ১১ মে পর্যন্ত ছুটি ছিল রাজ্যের মাদ্রাসাগুলি।  ১২ মে থেকে সেখানে ফের ক্লাস শুরু হয়।  রমজানের ছুটির পর ১২ মে ক্লাস শুরুর দিন থেকে যাতে প্রত্যেক মাদ্রাসায় নির্দিষ্ট নিয়ম মানা হয়, সে বিষয়ে জারি করা হয়েছে নির্দেশ।

আরও পড়ুন:  Jammu and Kashmir: সরকারি অফিস লক্ষ্য করে হামলা, উপত্যকায় জঙ্গিদের গুলিতে নিহত কাশ্মীরি পণ্ডিত

রাজ্যের মাদ্রাসাগুলিতে ক্লাস শুরুর আগে সকালে নিয়ম করে জাতীয় সঙ্গীত গাইতে হবে বলে জানানো হয়েছে।