শ্রীনগর, ১২ মে: ফের জঙ্গি হামলার বলি জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) সাধারণ নাগরিক। এবার জঙ্গিদের গুলিতে নিহত কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাট। বদগামের চাদোরা গ্রামে তহশিলদারের অফিস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেখানেই আহত হন রাহুল ভাট নামের ওই কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit)। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত রাহুল ভাটকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
J&K | An employee of Chadoora Tehsil office, Rahul Bhat who was shot at by terrorists at Tehsil office in Budgam district succumbs at SMHS hospital.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/01apRspzC1
— ANI (@ANI) May 12, 2022
পুলিশের (Police) কথায়, তহশিলদারের অফিস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সরকারি অফিসে হামলার জেরে মৃত্যু হয় রাহুল ভাটের। ওই ঘটনায় ২ জঙ্গির নাম উঠে আসছে বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে জম্মু কাশ্মীর পুলিশ। ঘটনার পরপরই বদগাম এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং সেনা বাহিনী।
আরও পড়ুন: Cyclone Asani: অশনির জেরে ওড়িশা উপকূলে এক নাগাড়ে বৃষ্টি, সতর্কতা মৎস্যজীবীদের
রাহুল ভাটের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, চাদোরার তেহশিল অফিসে কর্মরত ছিলেন রাহুল ভাট। ওই সময়ই জঙ্গিরা গুলি চালিয়ে তাঁকে হত্যা করে। রাহুল ভাটের পরিবারের প্রতি সমবেদনা জানান জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।