যোগী আদিত্যনাথ(Photo Credit: IANS)

উত্তরপ্রদেশ, ২৮ আগস্ট: মহামারী করোনাভাইরাসের মধ্যে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোনওরকম ধর্মীয় জনসভা ও জন সমাবেশের অনুমতি দিচ্ছে না যোগী আদিত্যনাথের সরকার। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট বলছে, একই সঙ্গে যোগী সরকারের মুখ্যসচিব অবনীশ কুমার অবস্তি জানিয়েছেন যে শনিরবিবার সমস্ত রকমের বাজার বন্ধ থাকবে। এই বিষয়টি যাতে কড়াভাবে পালন হয় তা দেখার জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্তাব্যক্তিদের নির্দেশ দিয়েছেন তিনি। বাজার বন্ধের দিনে রাজ্যের প্রতিটি জেলায় জীবানুনাশক ব্যবহার করে সমস্ত এলাকা সাফসুতরো করতে হবে। সঠিক স্যানিটাইজ করার নির্দেশও দিয়েছে রাজ্য প্রশাসন। প্রতি শনি ও রবিবার বাজার বন্ধ রেখে যদি রাজ্যজুড়ে ডিজইনফেকশন প্রক্রিয়া চালানো যায় তাহলে সংক্রমণের ঊর্ধ্বগতির শৃঙ্খল ভাঙা যাবে, এমনটাই মনে করেন অবনীশ কুমার অবস্তি। আরও পড়ুন-Coronavirus Cases In India: ১ দিনে সংক্রামিত ৭৭ হাজার ২৬৬ জন, শুক্রবার ভারতে মোট করোনা আক্রান্ত ৩৩.৮৭ লাখ ছাড়িয়ে গেল

দিল্লি থেকে উত্তরপ্রদেশে প্রবেশ করতে গেলে রাজ্যের সীমান্তে আর পাসক দেখাতে হবে না। বুধবারই এই ঘোষণা করেছে যোগী সরকার। তাই এখন দিল্লি নয়ডা গাজিয়াবাদ এলাকার মানুষ নির্দ্বিধায় রাজ্যের সীমান্ত এলাকা অতিক্রম করে এদিকে আসেত পারে। তারজন্য অনুমতিপত্রের দরকার পড়বে না। দিল্লি থেকে উত্তরপ্রদেশে প্রবেশের জন্য মানুষের কাছে যদি আরোগ্য সেতু অ্যাপে সবুজ সিগন্যাল থাকে, তবে তাই যথেষ্ট। সার্বিক লকডাউন ওঠার পরে রাজ্যের সীমান্ত এলাকায় গত তিনমাস ধরে এই কড়াকড়ি চালু করেছিল যোগী সরকার। মূলত করোনাভাইরাসে সংক্রমণ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।