মুম্বই, ৭ মার্চ: ইয়েস ব্যাঙ্কের (YES Bank) প্রতিষ্ঠাতা রানা কাপুরকে (Rana Kapoor) জিজ্ঞাসাবাদের জন্য মুম্বইয়ের অফিসে নিয়ে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( Enforcement Directorate)। রানা কাপুরের বিরুদ্ধে ইতিমধ্যেই আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে ইডি। তাঁর বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। শুক্রবার রানা কাপুরকে সংক্ষিপ্তভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দেশ ছাড়া আটকাতে রানা কাপুরের নামে ইতিমধ্যেই জারি করা হয়েছে লুক আউট সার্কুলার। গত বৃহস্পতিবার ইয়েস ব্যাঙ্কের বোর্ডকে বরখাস্ত করে মোরাটোরিয়াম আরোপ করে আরবিআই (RBI)। আমানতকারীদের টাকা তোলার ঊর্ধ্বসীমা ৫০ হাজার টাকা বেঁধে দেওয়া হয়। এছাড়া নিয়োগ করা হয় প্রশাসক। আরবিআই জানিয়েছে যে ব্যাঙ্কের আর্থিক অবস্থার মারাত্মক অবনতির কারণে বোর্ডকে বরখাস্ত করা হয়েছিল। প্রাক্তন এসবিআই সিএফও প্রশান্ত কুমারকে ইয়েস ব্যাঙ্কের প্রশাসক হিসাবে যোগ দিয়েছেন।।
ইয়েস ব্যাঙ্কের উপর একটি মোরাটোরিয়াম আরোপ করা হয়েছে, যার এক মাসের মধ্যে ইয়েস ব্যাঙ্কের আমানতকারীরা ৫০,০০০ টাকার বেশি তুলতে পারবেন না। ড্রাফট বা পে-অর্ডারের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা নেই। বিশেষ ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়। অসুস্থতা, পড়াশুনো ও বিয়ের জন্য ৫০ হাজারের ঊর্ধ্বসীমা প্রযোজ্য নয়। ইয়েস ব্যাঙ্কের পরিচালন পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। প্রশাসক পদে বসানো হয়েছে স্টেট ব্যাঙ্কের প্রাক্তন সিএফও প্রশান্ত কুমারকে। ব্যাঙ্কের ২০ হাজার কর্মী বেতনও পাবেন। আরও পড়ুন: SBI To Buy YES Bank Share: ডুবতে বসা ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে ৪৯% শেয়ার কিনবে এসবিআই
এদিকে, ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল এসবিআই (SBI)। আজ একটি সাংবাদিক বৈঠকে ইয়েস ব্যাঙ্কের শেয়ার কেনার কথা ঘোষণা করেছে এসবিআই। ২৪৫০ কোটি টাকায় ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ (49%) শেয়ার (Share) কিনতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী সোমবার এই সংক্রান্ত ফাইল সমস্ত আরবিআইকে দেবে এসবিআই। কিছুদিন আগে থেকেই এসবিআই ও এলআইসির (LIC) সঙ্গে ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে আলোচনা চালাচ্ছিল সরকার। তবে সংযুক্তিকরণ নিয়ে আপত্তি ছিল রিজার্ভ ব্যাঙ্কের।