মুম্বই, ৮ মার্চ: অর্থ তছরুপের জেরে ইয়েস ব্যাঙ্কের (YES Bank) নির্মাতা রানা কাপুরকে (Rana Kapoor) গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রবিবার তাকে জিজ্ঞাসাবাদের পর অর্থ পাচারের অভিযোগ এনে গ্রেফতার করা হয়। ইডি তদন্ত আরও প্রশস্ত করে পশ্চিম মহানগরী মুম্বইয়ের 'সমুদ্র মহল' বাসভবনে অভিযান চালিয়ে কাপুরকে জিজ্ঞাসাবাদ করার একদিন পর তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অর্থ নয়ছয় করার মামলা দায়ের করা হয়েছে।
খবর অনুযায়ী, তদন্তে সহযোগিতা না করায় রানা কাপুরকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) বিধানের আওতায় সকাল তিনটের দিকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে কেন্দ্রীয় সংস্থা তার নিজ বাসভবনে অভিযান চালানোর পর ইডি কর্মকর্তাদের দ্বারা ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ২০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। কর্মকর্তারা জানিয়েছেন হেফাজতের জন্য কাপুরকে দিনের বেলা স্থানীয় আদালতে হাজির করা হবে। আরও পড়ুন, ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বইয়ের অফিসে নিয়ে গেল ইডি
বৃহস্পতিবার ইয়েস ব্যাঙ্কের বোর্ডকে বরখাস্ত করে মোরাটোরিয়াম আরোপ করে আরবিআই (RBI)। আমানতকারীদের টাকা তোলার ঊর্ধ্বসীমা ৫০ হাজার টাকা বেঁধে দেওয়া হয়। এছাড়া নিয়োগ করা হয় প্রশাসক। আরবিআই জানিয়েছে যে ব্যাঙ্কের আর্থিক অবস্থার মারাত্মক অবনতির কারণে বোর্ডকে বরখাস্ত করা হয়েছিল। প্রাক্তন এসবিআই সিএফও প্রশান্ত কুমারকে ইয়েস ব্যাঙ্কের প্রশাসক হিসাবে যোগ দিয়েছেন।