Vinesh Phogat, Bajrang Punia Meets Rahul Gandhi (Photo Credit: ANI/X)

প্যারিস অলিম্পিকে দুর্ভাগ্যজনকভাবে নিশ্চিত পদক হাতছাড়া হওয়ার পর খেলা ছেড়ে রাজনীতি যোগ দিয়েছেন বিনেশ ফোগাত (Vinesh Phogat)। আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়বেন ৩০ বছরের বিনেশ। কিন্তু বিনেশের কাকা মহাবীর সিং ফোগত (Mahavir Singh Phogat) তার রাজনীতিতে যোগদানের আপত্তি জানিয়ে, ভাইজি বিনেশকে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলে সোনা জেতার দিকে ফোকাস করতে বলেছিলেন।

মহাবীর ফোগাতের চরিত্রেই 'দঙ্গল' সিনেমায় অভিনয় করে প্রশংসা আদায় করেছিলেন আমির খান। ছোটবেলায় মহাবীর ফোগাতের আখড়াতেই প্রশিক্ষণ করতেন বিনেশ।

বিনেশ রাজনীতিতে যোগ না দিয়ে খেলা চালিয়ে যাক, চেয়েছিলেন কাকা মহাবীর ফোগাত

বিনেশের রাজনীতিতে যোগ নিয়ে একটা অংশের আক্ষেপ আরও কিছুদিন খেলতে পারতেন তিনি। তবে ৩০ বছরের বিনেশ জানিয়েছেন, ১০০ গ্রাম ওজন বেশী হওয়ায় ফাইনালে উঠেও অলিম্পিক পদক হাতছাড়া হওয়াটা তাকে এত বড় মানসিক ধাক্কা দিয়েছে, যে তিনি তা কাটিয়ে উঠে এই বয়েসে ফের লড়তে পারবেন না। তাই তিনি সমাজসেবার কাজে মন দিতে চান। বিনেশে সরকারীভাবে অলিম্পিক পদক না পেলেও হরিয়ানায় তাঁকে সবাই সেই পদকজয়ীর সম্মানই দিচ্ছেন।