World Toilet Day: রূপান্তকামীদের জন্য শৌচাগার তৈরি হোক, দাবি তুলল তৃণমূল কংগ্রেস
বিশ্ব শৌচাগার দিবস (Photo Credits: File Photo)

নতুন দিল্লি, ১৯ নভেম্বর: আইন (Law) অনুযায়ী সমাজের অন্যান্যদের মতই সুবিধা পাওয়ার কথা রূপান্তকামীদের (Transgender)। দেশের (India) সব সুযোগেই আর পাঁচ জনের মত তাঁদের সমান অধিকার পাওয়ার কথা। কিন্তু এ দেশে রূপান্তকামীদের জন্য সুলভ শৌচালয় (Toilet) নেই। মঙ্গলবার বিশ্ব শৌচাগার দিবসে (World Toilet Day) এই প্রসঙ্গ তুলল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সংসদে এদিন শীতকালীন অধিবেশনে (Winter Session) এমন কথা তুলেই সুর চড়াতে শোনা যায় তৃণমূল সাংসদ (TMC MP) প্রতিমা মণ্ডলকে (Pratima Mondal)।

এই সময় পত্রিকার খবর অনুযায়ী, লোকসভায় (Loksava) এদিন জয়নগরের (Jaynagar) তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, দেশে তৃতীয় লিঙ্গের জন্য শৌচাগার খুঁজে পাওয়া কার্যত অসম্ভব। তৃতীয় লিঙ্গের ৪.৮৮ লক্ষ মানুষের স্বাভাবিক অধিকারের জন্য সঠিক পরিকাঠামোর ব্যবস্থা করতে কেন্দ্র সরকারকে অনুরোধ জানাচ্ছি। পুরুষ এবং মহিলাদের মতোই রূপান্তকামীদের জন্যও পৃথক শৌচাগার তৈরি হোক। আরও পড়ুন: Rosogolla: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আশীর্বাদে 'দীর্ঘজীবী' হতে চলেছে রসগোল্লা

উল্লেখ্য, দক্ষিণ কলকাতার (South Kolkata) বেশ কিছু ওয়ার্ডে পৃথক শৌচালয়ের ব্যবস্থা রয়েছে রূপান্তরকামীদের জন্য।