পিঙ্ক ফ্লয়েডের প্রতিষ্ঠাতা তথা গীটারিস্ট রোজার ওয়াটার্স (Picture Credits: FB/ Twitter)

লন্ডন, ২৮ ফেব্রুয়ারি: সিএএ-র আন্দোলন (CAA Protest) এখন আন্তর্জাতিক। বিদেশে র অনেকেই এই আইন নিয়ে গর্জে উঠেছেন, প্রশ্ন তুলেছেন, ক্ষোভে আছড়ে পড়েছেন। এবার লন্ডনের মঞ্চ থেকে সিএএ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের (Pink Floyd) অন্যতম প্রতিষ্ঠাতা তথা গীটারিস্ট রজার ওয়াটার্স (Roger Waters)। আর তাতে সুর চড়ল ভারতীয় তরুণ লেখক আমির আজিজের কবিতার ইংরেজি তর্জমা করে পাঠ করায়।

সাম্প্রতিক সময়ে চিলির লাগাতার আন্দোলন সারা লাতিন আমেরিকার রাজনীতিতে তোলপাড় করে দিয়েছে। সারা বিশ্বের মুক্তমনা মানুষদের সেই আন্দোলনকে.সংহতি জানিয়েই কর্মসূচি চলছিল লন্ডনে। সেখানে উপস্থিত হয়ে পিঙ্ক ফ্লয়েডের গীটারিস্ট কার্যত গর্জে উঠলেন সিএএ নিয়েও। সেই জনসভায় পাঠ করলেন ভারতীয় কবি ও সমাজকর্মী আমির আজিজের (Aamir Aziz) কবিতা ‘সব ইয়াদ রাখা যায়েগা’ (Sab Yaad Rakkha Jayega)-র ইংরেজি তর্জমা। শুধু তাই নয়, নাগরিকত্ব সংক্রান্ত আইনকে ‘ফ্যাসিবাদী ও জাতিবৈষম্য সৃষ্টিকারী হিসেবেও বর্ণনা করলেন তিনি। আরও পড়ুন, মৃত বেড়ে ৩৮, হিংসার তদন্তে দুটি SIT গঠন দিল্লি পুলিশের

 

তিনি বলেন, “মোদি সরকারের নেতৃত্বে সিএএ নামক ফ্যাদিবাদী আইন জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে ভারতে। হাজার হাজার মানুষ ওই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন, প্রতিবাদ করছেন।" আরও বলেন, "এটি ভারতের এক তরুণ কবির লেখা। আমরা হয়তো তাঁকে চিনি না। তাঁর নাম আমির আজিজ। তিনিও একজন আন্দোলনকারী।” এরপরই মাইকের সামনে দাঁড়িয়ে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমির আজিজের কবিতা আবৃত্তির ইংরেজি তর্জমা করতে থাকেন তিনি। হাততালিতে ফেটে পড়ে লন্ডনের মঞ্চ আর সারা ভারতবর্ষ তাঁকে বাহবা দেন।