Photo Credit ANI

মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন আপ সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh)। এই বিষয়ে তিনি জানান, "এটা অবশ্যই মহিলা সংরক্ষন বিল নয়। এটি "মহিলাদের বোকা বানানোর বিল" আমরা এটা বলতে চাইছিলাম যে কোন প্রতিশ্রুতি এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে এসেছেন। এটা তাদের দ্বারা নিয়ে আসা আরও একটি জুমলা। যদি আপনি বিল আনতে চান তাহলে আপ আপনাদের সঙ্গে রয়েছে।কিন্তু ২০২৪ এটিকে প্রযোজ্য করুন।আপনি কি মনে করেন দেশের মহিলারা বোকা। মহিলা বিরোধী বিজেপি, বিলের নামে আরও একটি জুমলা নিয়ে এসেছে।দেশের মহিলারা, রাজনৈতিক দলরা বুঝে গেছেন যে এটা একটি ভোটের কৌশল মাত্র। তাই আমরা এটা বলতে চাই তাঁদের উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে তারা এটি ২০২৪ এ লাগু করুক।"

সামনেই ভোট আর তার আগেই এই বিলের পাশ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসও। তবে এই বিল পাশের ক্ষেত্রে তারও যে পাশে রয়েছেন সেকথা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।