নয়াদিল্লিঃশ্বশুরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভযোগ তুলে গায়ে আগুন দিলেন গৃহবধূ। মাদুরাইয়ের রাজাজি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মহিলার। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর রামানাথপুরম জেলায়। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার বয়স ৩২ বছর। অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারের শিকার তিনি। ক্রমাগত শ্বশুরের যৌন হয়রানি সহ্য করতে হত তাঁকে এমনটাই অভিযোগ তাঁর। এছাড়া যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজনের হাতে নিয়মিত নির্যাতিতা হতে হয়েছে বলেও অভিযোগ। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষমেশ গায়ে আগুন দেন ওই গৃহবধূ। দেহের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায় তাঁর। ওই অবস্থায় তাঁকে মাদুরাইয়ের রাজাজি সরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মারা যাওয়ার আগে মৃত্যুকালীন জবানবন্দিতে শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। একটি ভিডিয়োতে ওই মহিলাকে বলতে শোনা গিয়েছে, শ্বশুর তাঁকে জড়িয়ে ধরেন। এই আচরণ সহ্য করতে না পেরেই গায়ে আগুন দিয়েছেন তিনি। এছাড়া তাঁর ছেলেও পুলিশকে জানায়, মা এই ঘটনার কথা তাকে বলেছিল। শ্বশুর যে তাঁকে যৌন নিগ্রহ করেন সেই কথা নিজের বোনকেও জানিয়েছেন মৃতা। ইতিমধ্যেই আত্মহত্যার মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই খবর।
শ্বশুরবাড়ির অত্যাচারে যন্ত্রণায় গায়ে আগুন গৃহবধূর
"Father-In-Law Hugged Me": Woman Sets Herself Ablaze, Alleges Harassmenthttps://t.co/XE0soMBzy7 pic.twitter.com/MkTVQj0Osi
— NDTV (@ndtv) July 23, 2025