নয়াদিল্লিঃ এবার পাটনার রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের (Raja Raghuvanshi Murder Case) ছায়া। বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়া করা খুনী ও প্রেমিক 'মামা'-এর সাহায্য নিয়ে স্বামীকে খুন করাল তরুণী। ইতিমধ্যেই গেফতার তরুণীর প্রেমিক। পলাতক বধূ। জানা গিয়েছে, হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) পাটনায়। মৃতের নাম প্রিয়াংশু। ৪৫ দিন আগে বিহারের ঔরঙ্গাবাদের গুঞ্জা দেবীকে বিয়ে করেন প্রিয়াংশু। বিয়ের পর থেকে সবকিছু ঠিকঠাকই চলছিল। গত ২৫ জুন নিজের বোনের বাড়ি গিয়েছিলেন প্রিয়াংশু। সেখান থেকে ফেরার পথেই তাঁকে গুলি করে খুন করে দুই আততায়ী। পরে তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে বিস্ফোরক তথ্য।
বিয়ের ৪৫ দিনের মাথার 'পথের কাঁটা' স্বামীকে খুন স্ত্রীর
জানা যায়, এই খুনের নেপথ্যে রয়েছে তাঁর স্ত্রী গুঞ্জা দেবী ও তার মামা জীবন সিং। মামার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিল গুঞ্জা। কিন্তু বাড়িতে সেই সম্পর্কের কথা জানাতে না পেরে অগত্যা প্রিয়াংশুকে বিয়ে করে গুঞ্জা। বিয়ের পরই গুঞ্জা ও জীবনের প্রেমের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ান প্রিয়াংশু। তাই ভাড়া করা গুণ্ডা দিয়ে তাঁকে খুনের পরিকল্পনা করে তারা। এই ঘটনার পর থেকেই পলাতক গুঞ্জা। অন্যদিকে পুলিশের হাতে গ্রেফতার জীবন।
মামার সঙ্গে প্রেমের সম্পর্ক, বিয়ের ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন স্ত্রীর
Bihar Shocker: Woman Kills Husband Just 45 Days After Wedding in Aurangabad, Wanted to Marry Uncle; Arrested #Bihar #Aurangabad #Crime #Murder
— LatestLY (@latestly) July 3, 2025
Read: https://t.co/1DDROviCYB
— LatestLY (@latestly) July 3, 2025