Representational image. (Photo credits: ANI)

লখিমপুর খেরি, ২৩ ডিসেম্বর: ছেলের জন্মদিনের পার্টিতে (Birthday Party) গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল মায়ের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri)। জন্মদিনের পার্টিতে উপস্থিত এত আত্মীয় আনন্দে আত্মহারা হয়ে গুলি চালায় (Celebratory Firing)। গুলি গিয়ে লাগে অনিতা বর্মার শরীরে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। গুলি চালানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ছিল অনিতা বর্মা ও প্রদীপ বর্মার ৩ বছরের ছেলের জন্মদিন। বাড়িতে তাই অনুষ্ঠানের আয়োজন করেন ওই দম্পতি। সবমিলিয়ে কমপক্ষে ১০০ জন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিন বছরের ছেলে যখন জন্মদিনের কেক কাটতে যাচ্ছিল, সেই সময় প্রদীপের খুঁড়তুতো ভাই জয়রাম বর্মা আনন্দের চোটে গুলি চালিয়ে দেন। সেই গুলি গিয়ে লাগে অনিতার শরীরে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে তাঁর মৃত্যু হয়। আরও পড়ুন: Omicron: নিষিদ্ধ খ্রিস্টমাস, নিউ ইয়ারের পার্টি, দিল্লিতে ভয় ধরাচ্ছে ওমিক্রন সংক্রমণ

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জয়রাম মদ্যপ অবস্থায় ছিল। উত্তেজনায় সে তার পিস্তল বের করে গুলি চালায়। ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।