প্রতীকী ছবি

মোরাদাবাদ, ১১ নভেম্বর: এক্সপ্রেস ট্রেনের টয়লেটে (Train Toilet) সন্তান প্রসব করলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ (Moradabad) জেলায়। বিহারের ভাগলপুরের বাসিন্দা সিম্পি আট মাসের গর্ভবতী ছিলেন। গতকাল শ্রমজীবী এক্সপ্রেসে (Shramjeevi Express) চেপে স্বামীর সঙ্গে তিনি ভাগলপুর আসছিলেন। ট্রেনে থাকাকালীন হঠাৎই তাঁর প্রসব বেদনা ওঠে। এরপর টয়লেটের মধ্যে সন্তান প্রসব করেন।

স্ত্রীর প্রসব বেদনা উঠতেই স্বামী সুরজ ট্রেনের সহযাত্রীদের বিষয়টি জানান। এগিয়ে আসেন মহিলা সহযাত্রীরা। তাঁদের সহযোগিতায় সিম্পি টয়লেটের মধ্যেই প্রসব করেন। ট্রেনে থাকা কয়েকজন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) জওয়ানও দম্পতিকে সহায়তা করেন। সুরজ ও সিম্পিকে আর্থিক সাহায্যও করা হয়। আরও পড়ুন: Coronavirus Cases In India: ২৬৬ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস, দেশে ঊর্ধ্বমুখ করোনা সংক্রমণ

ট্রেনটি মোরাদাবাদ স্টেশনে থামলে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (RPF) সদস্যরা সিম্পিকে জেলা হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে, মা ও সদ্যোজাত সুস্থ রয়েছে।

দিল্লির একটি প্রাইভেট ফার্মে কাজ করেন সুরজ। তিনি বলেন: "ডাক্তার জানিয়েছিলেন যে আমার স্ত্রী আগামী মাসে সন্তান প্রসব করবে। তাই আমরা ছট পুজোর জন্য গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ওখানেই প্রসব করানোর কথা ছিল। তবে ঈশ্বর হয়তো চেয়েছিলেন এটা এভাবেই ঘটুক। আমি CRPF এবং RPF কর্মীদের এবং সহযাত্রীদের কাছে অনেক কৃতজ্ঞ।"