নতুন দিল্লি, ১১ নভেম্বর: অভাবনীয় করোনাভাইরাস। সে কখন কোনদিক থেকে আক্রমণ শানাবে, আগেভাগে বোঝার কোনওই উপায় নেই। কমতে কমতেই ক্রমশ বাড়তে শুরু করল দৈনিক সংক্রমণ। বুধবার সারাদিনে দেশে নতুন করে কোভিডের কবলে পড়লেন ১৩ হাজার ৯১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৩৪০ জন। ২৬৬ দিনে সর্বনিম্ন অ্য়াক্টিভ কেস। এই মুহূর্তে ভারতে সংক্রামিতর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৫৫৬। দেশের ১০৮ কোটি মানুষের শরীরে প্রবেশ করেছে করোনার প্রতিষেধক। এটি বিরাট বড় একটি পদক্ষেপ। আরও পড়ুন-Best Shape Of My Life: এবার বুর্জ খলিফার শীর্ষে চড়লেন উইল স্মিথ, দেখুন ভিডিও
করোনার দৈনিক পরিসংখ্যান
COVID-19 | India reports 13,091 new cases and 340 deaths in the last 24 hours; Active caseload stands at 1,38,556 ( lowest in 266 days): Ministry of Health and Family Welfare pic.twitter.com/XJt294f9I1
— ANI (@ANI) November 11, 2021
এদিকে চিন , রাশিয়ায় ফের হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। মৃত্যুমিছিলও দীর্ঘ হচ্ছে। ইতিমধ্যেই সেসব জায়গায় লকডাউন শুরু হয়েছে। ভারতেও একের পর এক উৎসব চলছে, প্রশাসনের নির্দেশিকা থাকলেও কোভিড বিধি অনেকটাই শিথিল। ফের সংক্রমণ এড়াতে তৎপর প্রশাসন।