Representational Image (Photo Credit: X)

স্থানীয় বাসিন্দাদের টাকা ধার দিয়ে চড়া সুদ নিতেন লুধিয়ানার এক মহিলা। আর তাতেই ঘটল বিপত্তি। সুদের টাকা না দিতে পারায় এক ব্যক্তিকে বাড়ি বয়ে অপমান করে এসেছিল। সেই রাগেই অভিযুক্ত মহিলাকে খুন করে পালিয়েছিল। গত ২১ জুন ঘটনাটি ঘটেছিল লুধিয়ানার (Ludhiana) সালেম তাবরি থানা এলাকার পাঞ্জাবি বাগ চক এলাকায়। ঘটনায় তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে সনাক্ত করলেও তাঁর হদিশ পাচ্ছিল না। অবশেষে রবিবার পুলিশের হাতে ধরা পড়ল সঞ্জীব নামে এক ব্যক্তি। গ্রেফতারির পর তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে পেশ করা হয়। জেরায় সে নিজের দোষ ইতিমধ্যেই স্বীকার করেছে।

খুনের আসল কারণ

জানা যাচ্ছে, সোনম জৈন নামে বছর ৫৫-এর মহিলা সঞ্জীবকে ৮-১০ হাজার টাকা ধার গিয়েছিলেন। বিগত কয়েকমাস আর্থিক সমস্যার কারণে সঞ্জীব সুদের টাকা মেটাতে পারছিলেন না। আর সেই কারণেই ঘটনার দিন তাঁকে পরিবারের সামনে অপমান করে এসেছিলেন সোনম। এরপর সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সঞ্জীব টুপি পড়ে মুখ ঢেকে সোনমের আবাসনে ঢোকে। আসলে এলাকায় সিসিটিভি ক্যামেরা ছিল, সেটা জেনেই পরিকল্রনা করে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেছিল। সোনম ভেবেছিলেন যে ব্যক্তিটি টাকা দিতে এসেছে, তাই তাঁকে ঘরে ঢুকতে দেন।

মহিলার স্বামী প্রথমে দেহটি দেখতে পান

তারপরেই মহিলার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে মহিলাকে বাথরুমে নিয়ে যায়। তারপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ঘটনার দিন দুপুরে মহিলার স্বামী সুরিন্দর জৈন প্রতিদিনের মতোই দুপুরে খাবার খেতে বাড়ি আসে। তখন সে সদর দরজা খোলা দেখে ভেতরে ঢুকে দেখে তাঁর স্ত্রীয়ের রক্তাক্ত দেহ বাথরুমে পড়ে আছে। তারপরে সেই প্রতিবেশীদের ও পুলিশকে খবর দেয়।