Maharashtra Woman Doctor Suicide: মহারাষ্ট্রের সাতরা জেলায় চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ আধিকারীকদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ করে আত্মহত্যা করলেন সরকারি হাসপাতালের এক তরুণী ডাক্তার। তাঁর দেহ ফালটানের এক হোটেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থার উদ্ধার হয়। নিজের বাঁ হাতের তালুতে সুইসাইড নোটে মহারাষ্ট্রের সেই তরুণী ডাক্তার লিখলেন, কীভাবে তাঁকে রাজ্যের দুই পুলিশ আধিকারিক ধর্ষণ ও শ্লীলতাহানি করেন। মৃতার অভিযোগে স্পষ্ট বলা হয়েছে মাস চারেক আগে তিন পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তিনি স্থানীয় প্রশাসনকে চিঠিও লিখেছিলেন। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
মৃতা তরুণী ডাক্তারের বিস্ফোরক অভিযোগে কাঠগড়ায় মহারাষ্ট্র পুলিশ
সুইসাইড নোটটিতে সেই তরুণী ডাক্তার বিশেষভাবে অভিযোগ করেন, মহারাষ্ট্র পুলিশের উপ-পরিদর্শক গোপাল বাদানে গত পাঁচ মাস ধরে বারবার তাকে ধর্ষণ ও যৌন হয়রানি করেছেন। একই সঙ্গে আরেক পুলিশ কর্তা প্রশান্ত ব্যাংকার-এর বিরুদ্ধেও তাকে মানসিকভাবে চরম নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এই আত্মহত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। অভিযোগ, সেই তরুণী ডাক্তার নিজের হাতের তালুতে সুইসাইড নোট লেখেন এই ভয়ে যাতে কাগজ ও ডিজিটালে তথ্য পুলিশ নষ্ট করতে না পারে।
দেখুন খবরটি
Shocking News coming from MAHARASHTRA...
Women doctor dies by suicide writes note on palm Accusing 2 sub inspector's of rape...#MaharashtraNews pic.twitter.com/iKqanwih4D
— chotu's world (@vaseem_mahammad) October 25, 2025
চাপে দেবেন্দ্র ফড়নবিসের সরকার
পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে তরুণী ডাক্তারের আত্মহত্যার ঘটনায় গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছে। চরম অস্বস্তিতে মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিসের সরকার। চাপে পড়ে পুলিশ কর্তাদের সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তাতে ক্ষোভ কমছে না। দাবি উঠেছে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করার।
দেখুন খবরটি
Maharashtra woman doctor dies by suicide, names two police officers alleging rape and mental harassment in note written on her palmhttps://t.co/F22K9teXu4
— OpIndia.com (@OpIndia_com) October 25, 2025
বিচার চেয়ে পথে মানুষ
মহারাষ্ট্রের ভিদের সেই তরুণী ডাক্তারের আত্মহত্যার বিচার চেয়ে পথে নামছে সাধারণ মানুষ। এখনও পর্যন্ত এই কাণ্ডে দুই জনকে গ্রেফতার করা হয়েছে, একজন পলাতক। এই ধর্ষণ কাণ্ডের বীজ আরও অনেক গভীরে পোঁতা রয়েছে বলে অভিযোগ বিরোধীদের।