Leopard (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ রোজকার মতোই ব্যস্ত ছিল বিমানবন্দর। এর মাঝে বিমানবন্দরের এক মহিলা কর্মী দাবি করেন বিমানবন্দরে(Airport) চিতাবাঘ(Leopard) দেখেছেন তিনি, এরপরই ছড়ায় আতঙ্ক। সঙ্গে-সঙ্গে বিমানবন্দরে এসে হাজির হন বন দফতরের কর্মীরা(Forest Department)। শুরু হয় অভিযান। জানা গিয়েছে, শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে(Biju Patnaik International Airport)। এক মহিলা কর্মী দাবি করেন, তিনি বিমানবন্দরে একটি চিতাবাঘকে দেখেছেন। এই খবর জানাজানি হতেই খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে ভুবনেশ্বর বিমানবন্দরে এসে হাজির হয় পুলিশ। এরপর পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করে বনদফতরের কর্মীরা। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরও শেষমেশ কিছু পাওয়া যায়নি। প্রসঙ্গত, স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঠিক পাঁচ বছর আগে এই একই ঘটনা ঘটেছিল ভুবনেশ্বর বিমানবন্দরে। সে বার বিমানবন্দরে দেখা ঘুরে বেরাতে দকেহা গিয়েছিল একটি চিতাবাঘকে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে তার উপস্থিতি। এরপর বিমানবন্দরের ভিতর থেকেই আটক করা হয় চিতাটিকে। পরে সেটিকে লোকালয় থেকে দূরে চন্দকা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। শনিবারের এই ঘটনা যেন পাঁচ বছর আগের পুরনো আতঙ্ককেই ফেরাতে বসেছিল।

বিমানবন্দরে চিতাবাঘ আতঙ্ক, তড়িঘড়ি পুলিশ নিয়ে ছুটল বন দফতরের কর্মীরা