মনোজ ও সন্তোষী (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিবাহবহির্ভূত সম্পর্কের জের ওয়েব সিরিজ দেখে ঠাণ্ডা মাথার স্বামীকে খুন স্ত্রীর নৃশংস ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে মৃত ব্যক্তির নাম মনোজ পেশায় -রিক্সা চালক অভিযুক্ত স্ত্রীর নাম সন্তোষ দেবী স্থানীয় একটি কারখানায় কাজ করত সে ওই কারখানাতেই তার সঙ্গে কাজ করত ঋষি শ্রীবাস্তব নামে এক যুবক তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সন্তোষী এরপরই 'পথের কাঁটা' মনোজকে খুনের পরিকল্পনা করে ফেলে সে

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন স্ত্রীর

পুলিশ সূত্রে খবর, স্বামীকে খুন করার জন্য মনোজ তার বন্ধু রোহিতের সাহায্য নেয় সন্তোষী গুগল ঘেঁটে বিভিন্ন খুনের ঘটনা পড়ত তারা এছাড়া জনপ্রিয় কিছু ক্রাইম থ্রিলারও দেখে তারা কীভাবে খুন করলে ধরা পড়ার সুযোগ কম সে সম্বন্ধে জ্ঞান সঞ্চয় করতে থাকে তারা এরপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে রি দিয়ে মনোজের গলা কেটে খুন করা হয় সেই স্থানেই পোশাক বদলে ফেলে অভিযুক্তরা পরে তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্তোষী-সহ দু'জনকে শনাক্ত করে পুলিশ তিনজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে তারা স্ত্রী সন্তোষী পুলিশকে জানায়, শুধু বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য নয়, স্বামীর নিত্য অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল সে তাই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সে

ফিল্মি কায়দায় প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন স্ত্রীর