Badminton champion Saina Nehwal: 'প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের জন্য কাজ করতে চাই', বিজেপিতে যোগ দিয়ে বললেন সাইনা নেহওয়াল
বিজেপিতে যোগ দিলেন সাইনা নেহওয়াল (Photo: ANI)

নতুন দিল্লি, ২৯ জানুয়ারি: বিজেপিতে (BJP) যোগ দিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Badminton champion Saina Nehwal)। আজ দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তিনি শাসক শিবিরে নাম লেখান। বিজেপিতে যোগ দিয়েছেন সাইনার দিদি চন্দ্রানশু নেহওয়ালও (Nehwal Chandranshu)। বিজেপিতে যোগ দেওয়ার পর সাইনা বলেন, "আমি দেশের জন্য পদক জিতেছি। আমি খুব পরিশ্রমী এবং আমি কঠোর পরিশ্রমী ব্যক্তিদের পছন্দ করি। আমি দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের জন্য অনেক কিছু করেছেন। আমি তাঁর সঙ্গে মিলে দেশের জন্য কিছু করতে চাই।" তিনি আরও বলেন, "আমি নরেন্দ্র স্যারের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি।" শাসক শিবিরে যোগ দেওয়ার পরই সাইনা ও তাঁর দিদি দেখা করনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে।

হরিয়ানায় বাসিন্দা ২৯ বছরের সাইনা নেহওয়াল ভারতের বিখ্যাত খেলোয়াড়দের মধ্যে অন্যতম। সাইনা রাজীব গান্ধী খেলরত্ন ও অর্জুন পুরস্কারে ভূষিত। দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তিনি শাসক শিবিরে যোগ দিলেন। ২৯ বছরের সাইনা ২৪টি আন্তর্জাতিক খেতাব পেয়েছেন। তিনি ২০০৯ সালে বিশ্বের দু'নম্বর ও ২০১৫ সালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হন। তাঁর ফ্যানের সংখ্যা বিপুল। রাজীব খেলরত্ন ও অর্জুন পুরস্কার পেয়েছেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী এই তারকা। আরও পড়ুন: Saina Nehwal: বিজেপিতে যোগ দিলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল

গত বছর তাঁর একটি টুইট নিয়ে বিতর্ক হয়। গত বছর প্রধানমন্ত্রীর বক্তৃতার সঙ্গে মিলে গিয়েছিল তাঁর সেই টুইটের বয়ান। সাইনাকে ট্রোল করা শুরু হয় দুই টুইটের স্ক্রিনশট মিলিয়ে। তিনি সেই খেলোয়াড়দের মধ্যেও ছিলেন, যাঁরা দিওয়ালি উপলক্ষে টুইট করেছিলেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহিলাদের ক্ষমতায়নের জন্য নেওয়া উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি হ্যাশট্যাগ দিয়েছিলেন #bharatkilaxmi। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে টুইট করার পর থেকেই গেরুয়া শিবিরে তাঁর যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়।