
দিল্লি, ১০ এপ্রিল: ঘরের ভিতর থেকে স্ত্রীর (Wife) গলা শুনতে পাচ্ছিলেন। শোয়ার ঘরে কারও সঙ্গে হেসে হেসে কথা বলছেন স্ত্রী। তবে পুরুষ কণ্ঠটি কার, তা দরজার বাইরে দাঁড়িয়ে বুঝতে পারছিলেন না স্বামী (Husband)। দরজায় ধাক্কা দিলে যদি অন্যথা কিছু ঘটে, সেই ভয়ে পুলিশকে খবর দেন স্বামী। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মৌরানিপুরে এমনই একটি ঘটনা প্রকাশ্যে আসে। যেখানে রাতে কাজ সেরে বাড়িতে ফিরতেই এক অদ্ভুদ ঘটনার মুখে পড়তে হয় স্বামীকে।
দুরু দুরু মনে এরপর ওই ব্যক্তি ১১২ ডায়াল করে পুলিশে খবর দেন। পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে দরজায় ধাক্কা দিতে শুরু করে। আর সেই সময় ওই বাড়ির শোয়ার ঘর থেকে বেরিয়ে আসেন সংশ্লিষ্ট ব্যক্তির স্ত্রী এবং তাঁর প্রেমিক (Wife Caught With Lover)।
দেখুন স্ত্রীর প্রেমিককে হাতেনাতে ধরলেন স্বামী...
साम को ड्यूटी से आये व्यक्ति को लगा कि उसकी पत्नी के साथ कोई कमरे में है,
दरबाजे में कान लगाकर सुना तो शक यकीन में बदल गया, पति पत्नी के प्रेमी से अंकेले मुकाबला करने की हिम्मत नहीं जुटा पाया। तो 112 पुलिस को बुलाया।
112 पुलिस आई औऱ दरबाजा खटखटाई, अंदर से… pic.twitter.com/6iZrCnXNmt
— Abhimanyu Singh Journalist (@Abhimanyu1305) April 10, 2025
ঘরের বাইরে বেরিয়ে পুলিশকে দেখতেই ওই মহিলার প্রেমিক চোটে যান। তিনি পালটা পুলিশকে প্রশ্ন শুরু করেন। কোনও অপরাধ করেছেন কি যার জন্য তাঁকে পুলিশ ধরতে এসেছে বলে প্রশ্ন করেন মহিলার প্রেমিক। যা শুনে পুলিশ স্পষ্ট উত্তর দেয়। ওই মহিলার স্বামী তাদের ডেকেছেন বলেই তারা হাজির হয়েছে। তা সত্ত্বেও ওই মহিলার স্বামী কোনওভাবে পুলিশের সামনে স্ত্রীর প্রেমিকের উপর চোটপাট করেননি। এমনকী ক্যামেরার সামনে স্ত্রীকেও কিছু বলেননি।
যা দেখে আশপাশের লোকজন কার্যত অবাক হয়ে দু, একটি কথা শুরু করলে, ওই মহিলার প্রেমিক হম্বিতম্ভি করে তাঁদের দিকে এগিয়ে যান। এমনকী লজ্জা, শরম না দেখিয়েই প্রত্যেকের সঙ্গে তাঁকে হেসে কথা বলে দেখা যায়। মৌরানিপুরের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।