Representational Image (Photo Credit: X)

বেঙ্গালুরু, ৯ এপ্রিল: ফের মর্মান্তিক খুন। এবার স্বামীর হাতে খুন হলেন এক মডেল (Model)। উত্তরপ্রদেশ (Uttar Pradesh), দিল্লি (Delhi) বা মুম্বই (Mumbai) নয়। এবার স্ত্রীকে টেনে হেঁচড়ে নিয়ে এসে শ্বাসরোধ করে হত্যা স্বামীর। বেঙ্গালুরুর (Bengaluru) নীলামঙ্গলায় এমনই একটি ঘটনার জেরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

রিপোর্টে প্রকাশ, বেঙ্গালুরুর নীলামঙ্গলার বাসিন্দা সালমা তাঁর দ্বিতীয় স্বামী ইমরানের সঙ্গে দক্ষিণের ওই শহরে থাকতেন। পেশায় মডেল সালমা বেঙ্গালুরু এবং দুবাইতে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। গত ৮ মাস আগে সালমা এবং ইমরান বিয়ে করেন তাঁর প্রাক্তন স্বামী এবং স্ত্রীকে ছেড়ে। বিয়ের পর থেকে ইমরান এবং সালমা বেঙ্গালুরুর নীলামঙ্গলায় বসবাস শুরু করেন।

আরও পড়ুন: Wife Killed Her Husband For Her Extra Marital Affair: রেলে চাকরির লোভে প্রেমিককে ফেলে অন্যত্র বিয়ে, পুরনো প্রেমের ফাঁসে ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধ করে হত্যা স্ত্রীর, দেখুন মর্মান্তিক ঘটনা

রেস্তোরাঁয় কর্মরত ইমরানের আগের পক্ষের ২ ছেলে, মেয়ে তার মা-বাবার কাছে থাকে। অন্যদিকে সালমার কিশোর ছেলেও তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকে। সম্প্রতি সন্তানদের নিয়ে সালমা এবং ইমরানের সঙ্গে শুরু হয় বিবাদ। এমনই জানান সালমাদের প্রতিবেশীরা।

গত শনিবার সালমা এবং ইমরানের গন্ডগোল শুরু হলে তার চিৎকার প্রতিবেশীরা শুনতে পান। এরপর সালমা চুপ করে ঘুমোতে গেলে, ইমরান বাধা দেয়। সালমা ধরে পেটাতে শুরু করে ইমরান। যতক্ষণ না পর্যন্ত সালমা জ্ঞান হারায়, ততক্ষণ তাঁকে পিটিয়ে যায় তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী। মারের চোটে সালমা জ্ঞান হারালে, শ্বাসরোধ করে ইমরান তাঁকে হত্যা করে। সালমাকে খুনের পর রবিবার রাতেই সেখান থেকে ইমরান পালিয়ে যায়।

সালমার পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সঙ্গে ইমরান পণের জন্য সালমাকে পেটাত বলেও তাঁরা অভিযোগ করেন। এফআইআর দায়ের হতেই ইমরানকে পুলিশ আটক করে।