Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ সম্প্রতি মিরাটে(Meerut) মার্চেন্ট নেভি অফিসার খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। প্রেমিকের(Boyfriend) সঙ্গে মিলে স্বামীকে খুন করে ওই অফিসারের স্ত্রী। এই ঘটনার একদিনের মাথাতে জয়পুরে(Jaipur) একই ঘটনা। প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন করল স্ত্রী। প্রমাণ লোপাট করতে পুড়িয়ে দেওয়া হল দেহ। ঘটনাটি ঘটেছে জয়পুরে। অপরাধের কতাহ স্বীকার করেছে স্ত্রী। পুলিশ সূত্রে খবর, বুধবার জয়পুরের মুহানা থানা এলাকার একটি নির্জন রাস্তার পাশ থেকে একটি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে জানা যায় দেহটি ধন্যলাল সাইনি নামে এক ব্যক্তির। দেহ উদ্ধারের পরই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত প্রক্রিয়ায় শুরুতেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল নিহত ধন্যলালের স্ত্রী গোপালি দেবী। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

পরকীয়ার জেরে স্বামীকে খুন করল স্ত্রী

পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে গোপালি। অপরাধের কথা স্বীকার করে সে। পুলিশকে সে জানায়, একটি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল সে। সেই প্রেমিকের সঙ্গে জোট বেঁধেই স্বামীকে খুনের ছক কষে ফেলেছিল সে। সেইমতো প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীর মাথায় ধারাল অস্ত্রের আঘাত করে তাঁকে খুন করে তারা। এরপর প্রমাণ লোপাটের জন্য আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা কয়া হয়। ইতিমধ্যেই খুনের দায়ে গোপালি ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রেমিকের সঙ্গে জোট বেঁধে স্বামীকে খুন স্ত্রীর