ভয়া ধরাচ্ছে মাঙ্কিপক্স (Monkeypox)। ভারতে (India) ইতিমধ্যেই ২ জনের শরীরে মিলেছে মাঙ্কিপক্সের উপসর্গ। সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলে ফেরার পরপর ২ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হন। প্রথমে ত্রিবান্দ্রাম এবং পরে কান্নুরে এক ব্যক্তি আক্রান্ত হন মাঙ্কিপক্সে। যা নিয়ে ভারতে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। মাঙ্কিপক্স থেকে কীভাবে আপনার সন্তানকে রক্ষা করবেন দেখুন...
হনুমানের সংস্পর্শে আসতে দেবেন না আপনার শিশুকে। সেই সঙ্গে যে সব এলাকায় মৃত পশু রয়েছে, সেখানেও আপনার শিশুকে যেতে দেবেন না।
অত্যন্ত ভাল করে সেদ্ধ করা মাংসই শিশুকে খাওয়ান।
কেউ মাঙ্কিপক্সে আক্রান্ত হলে, তাঁর সংস্পর্শে যাতে আপনার শিশু না আসতে পারে, সেদিকে নজর রাখুন।
সব সময় শিশুর হাত পরিষ্কার রাখুন। সাবান দিয়ে হাত পরিষ্কার করার পর তবেই শিশুকে খেতে দিন।
স্কুলে গিয়ে যাতে আপনার শিশু স্যানিটাইজার ব্যবহার করে, সেদিকে নজর রাখুন।
শুধুমাত্র মানুষকে সচেতন করতে এই প্রতিবেদন। উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।