প্রতীকী ছবি (Photo Credit: PTI)

নয়াদিল্লিঃ সপ্তাহের মাঝে আবহাওয়ায় (Weather) বড় পরিবর্তন। আজ, বুধবার এবং কাল, দু'দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা সিকিম এবং পশ্চিমবঙ্গে। আজ মঙ্গবার থেকে মেঘালয়, সিকিম (Sikkim) , অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh)  জারি করা হয়েছে প্রবল বর্ষনের সতর্কতা (Yellow Alert) । আবহাওয়ার পূর্বাভাষ, বুধবার থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টি। ক্রমে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (India Meteorological Department)। বৃষ্টির (Rain) সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। সাব-হিমালয়ান এবং সিকিমে ১০ এবং ১১ জুলাই ৬৪.৫ থেকে ১১৫.৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ২০৪.৫ মিলিমিটার পর্যন্ত, এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেই সঙ্গে উত্তরবঙ্গের দুই জেলা কালিম্পং এবং কোচবিহারের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।