কলকাতায় ২ দিনের সফরে এলেন ভারতের রাষ্ট্রপতি দ্রোপদী মূর্মূ। এদিন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবে যান রাষ্ট্রপতি। তারপর সেখান থেকে রাজভবনের দিকে পথে রওনা দেন তিনি। রাষ্ট্রপতির যাত্রাকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ছিল চোখে পড়ার মত।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
রাষ্ট্রপতির ২ দিনের সফরে তিনি যাবেন নেতাজির বাসভবনে, দেশের স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানাবেন তিনি।তারপর সেখান থেকে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের জোঁড়াসাকোঁর বাড়িতে, সেখানে কবিকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন তিনি।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।এছাড়া মঙ্গলবার রামকৃষ্ণ মিশন থেকে ফিরে এসে তিনি ইউকো ব্যাঙ্কের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া বিশ্বভারতীর বার্ষিক অনুষ্ঠানেও যোগ দিতে পারেন তিনি।
#WATCH | West Bengal: President Droupadi Murmu arrives in Kolkata on a two-day visit to the State.
State's Governor CV Ananda Bose and minister Firhad Hakim received her. pic.twitter.com/nVd9ey9S3w
— ANI (@ANI) March 27, 2023