জীবনবিমা বা স্বাস্থ্যবিমা, সবেতেই ১৮ শতাংশ জিএসটি দেওয়ার চল ছিল এতদিন। কিন্তু গতকাল রাতে জিএসটি (GST) কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্র সরকার বিমার ওপর থেকে জিএসটি একেবারেই প্রত্যাহার করে দিয়েছে। এমনকী প্রিমিয়ামের ওপরেও লাগবে না কোনও জিএসটি। বিমা সংস্থাগুলি সাধারণ মানুষকে বোকা বানিয়ে বেশি প্রিমিয়াম যাতে হাতিয়ে নিতে না পারে, সেই জন্যই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নীর্মলা সীতারামন। এই সিদ্ধান্তের জেরে চরম স্বস্তিতে মধ্যবিত্ত পরিবারগুলি।
কী বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য?
যদিও বিমার ওপর থেকে জিএসটি প্রত্যাহারের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কৃতিত্ব দিতে চায় রাজ্যের তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জিএসটি কাউন্সিল বৈঠকেও এই প্রস্তাব রেখেছিলেন। অবশেষে পশ্চিমবঙ্গ সরকাররে এই প্রস্তাবে মান্যতা দেওয়া নিয়ে চন্দ্রিমা বলেন, “জিএসটির নয়া কাঠামোর ওপর সকলের সমর্থন রয়েছে। আমরা চাই আমজনতার ওপর যেন জিএসটির বোঝা না পড়ে। অবশেষে সেটাই হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীই প্রথম থেকেই বলেছিলেন সমস্ত ধরনের ব্যক্তিগত বিমার ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়া হোক। অবশেষে সেই প্রস্তাবে সায় দিল কেন্দ্র সরকার”।
দেখুন চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্য
#WATCH | On #GSTReforms, West Bengal Minister Chandrima Bhattacharya says, "We supported the rate rationalisation proposal on two things. We want there to be no burden of tax on common people. So, our CM had said much before that there should be 0% tax on individual life… pic.twitter.com/fwoMWpXvXH
— ANI (@ANI) September 4, 2025
জিএসটি কমানো হয়েছে একাধিক পণ্যে
প্রসঙ্গত, বিমার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ওপরেও জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষেত্রে জিএসটি প্রত্যাহারও করা হয়েছে। চিকিৎসা ও পড়াশুনোর সামগ্রীর ওপরেও কমানো হয়েছে জিএসটি। একমাত্র তামাকজাত দ্রব্য কোল ড্রিঙ্কসের ওপরে বাড়ানো হয়েছে ৪০ শতাংশ জিএসটি।