Accident (File Image)

রাজস্থানের (Rajasthan) আলওয়ারে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৪ জনের। গুরুতর আহত ২ জন। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাঁরাই হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আহতদের চিকিৎসা চলছে। এদিকে দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। যদিও বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর গাড়িটি।

অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা

পুলিশসূত্রে খবর, এদিন একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল ওই পরিবার। শালিমার থেকে নানগাল গ্রামে বাইকে করেই ফিরছিল তাঁরা। সেই সময় আচমকাই সামনে থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। আর তাতেই ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মহেন্দ্র কুমার, তাঁর স্ত্রী এবং তাঁর নাবালক ছেলে ও নাবালিকা ভাইঝি রয়েছে। গুরুতর আহত তাঁর নাবালিকা মেয়ে ও আরেক ভাইঝি।

ট্রাফিক ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন

যদিও এই ঘটনার পর এলাকার ট্রাফিক ব্যবস্থা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। এলাকাবাসীর অভিযোগ, একটি বাইকে এত বাচ্চাদের নিয়ে যাতায়াত করছিল। ট্রাফিক পুলিশ তাঁদের আগে থামালে এই দুর্ঘটনা ঘটত না। যা ফলে ট্রাফিক ব্যবস্থার চরম গাফিলতি ফুটে উঠেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ